হোম > বিশ্ব > ভারত

জ্ঞানবাপী মসজিদ নিয়ে আদালতের নতুন নির্দেশনা

ভারতের উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। যেখানে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেই জায়গাটি সুরক্ষিত রাখতে এবং মুসলমানদের নামাজের জন্য মসজিদে আসতে বাধা না দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। 

আজ মঙ্গলবার বারানসির প্রশাসনের কাছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, জ্ঞানবাপী মসজিদের ভেতরে ‘শিবলিঙ্গ’ ঠিক কোথায় পাওয়া গেছে। জবাবে ‘আমরা তদন্ত প্রতিবেদন দেখিনি’ উল্লেখ করে বিস্তারিত জানতে আগামীকাল পর্যন্ত সময় চেয়েছিলেন বলে জানান উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতা। 

এর পর নতুন নির্দেশনা দিয়ে আদালত বলেন, যেখানে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেখানেই থাকবে এবং জায়গাটির সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলমানদের নামাজের জন্য মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না বলেও নির্দেশ দেন আদালত। 

গতকাল সোমবার জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের একটি পুকুরে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে দাবি করে স্থানীয় আদালতে হিন্দুত্ববাদীরা পিটিশন দায়ের করলে পুকুরের এলাকাটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। মসজিদের আশপাশে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে উপাসনার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন করেন পাঁচ নারী। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারানসির আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ করার নির্দেশ দেয়। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে