ভারতে সরকারি চাকরিজীবী নারী ও পুরুষেরা শিশুদের যত্ন নেওয়ার জন্য ৭৩০ দিন বা ২ বছরের ছুটি নিতে পারেন। আজ বুধবার লোকসভায় এক প্রশ্নের জবাবে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সিভিল সার্ভিস ও এর শাখা সংস্থায় নিয়োজিত নারী-পুরুষেরা সন্তানদের যত্ন নেওয়ার জন্য ৭৩০ দিন বা দুই বছর ছুটি নিতে পারেন। এমনকি মা নেই এমন সন্তানের বাবারাও এই ছুটি নিতে পারেন।
লোকসভায় লিখিত জবাবে মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ভারতের ১৯৭২ সালের সিভিল সার্ভিস আইনের (ছুটি) ৪৩ ধারার সেকশন ‘সি’ তে বলা আছে সরকারি চাকরিরত মা-বাবা ২ সন্তানের ক্ষেত্রে ১৮ বছর পর্যন্ত দেখাশোনার জন্য ২ বছর ছুটি পাবেন। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বয়সের এ সময়সীমা প্রযোজ্য নয়।