হোম > বিশ্ব > ভারত

ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া যাত্রীদের ধাক্কা অপর ট্রেনের, নিহত ১১

ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বাইগামী ট্রেনটি মহারাষ্ট্রের জলগাঁও জেলার কাছে এসে থেমে যায়। কারণ কেউ ট্রেনের জরুরি ব্রেক কর্ড টেনে দিয়েছিলেন। কিন্তু এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নেমে পাশের লাইনে দাঁড়ালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়।

বুধবার রাতে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় এখনো নিশ্চিত হওয়া যায়নি—ট্রেনে আসলেই আগুন লেগেছিল কি না।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে আটটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং আশপাশের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।

রেলওয়ের আধুনিকীকরণ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অন্যতম লক্ষ্য। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি ও সংযোগ উন্নত হবে বলে তিনি আশাবাদী।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত রেলওয়ের আধুনিকীকরণে ৩০ কোটি ডলারের একটি প্রকল্প শুরু করেছে। তবে একাধিক দুর্ঘটনা এই উদ্যোগকে বারবার ব্যাহত করেছে। এর আগে ২০২৩ সালে দেশটির ওডিশায় তিনটি ট্রেনের এক সংঘর্ষে প্রায় ৩০০ জন নিহত হয়েছিল।

একের পর এক দুর্ঘটনা দেশটির রেল আধুনিকীকরণের প্রতি জনমনে নতুন করে প্রশ্ন তুলতে পারে। পরবর্তী বাজেটে এই প্রকল্পে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি