হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিনের ছুটি

ভারতের পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে আগামীকাল সোমবার থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছুটি আগামী শনিবার পর্যন্ত চলবে। 

আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 

কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোও যেন ছুটি ঘোষণা করে, সে জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। 

আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কিছুদিন তাপের দাপট সামান্য কমলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম আরও বাড়তে পারে। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, তাপপ্রবাহের কারণেই এই সিদ্ধান্ত। সেই মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। 

বিকাশ ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, এই ছুটির কারণে পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আর স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। এই নির্দেশ পেয়ে বেশ কিছু স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা নিয়েছে।

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান