হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ–পাকিস্তান মিশে যাক ভারতের সঙ্গে: হরিয়ানার মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

পাকিস্তান ও বাংলাদেশ ভারতের সঙ্গে একীভূত হয়ে যাক ভারতের সঙ্গে। দুই জার্মানি যেভাবে একত্র হয়ে দেশটির অখণ্ডতা ফিরিয়ে এনেছে তেমনি ভারতেও ফিরে আসুক অখণ্ডতা। গত সোমবার ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খট্টর এই দাবি করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হরিয়ানার গুরু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই দাবি করেন। তিনি বলেন, ‘দেশভাগের ঘটনা বেদনাদায়ক। কেবল ধর্মীয় কারণেই এই বিভাজন করা হয়েছিল।’

এ সময় মনোহর লাল খট্টর দুই জার্মানির একীভূত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘পূর্ব এবং পশ্চিম জার্মানি যখন একীভূত হতে পেরেছে তখন ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের একীভূতকরণও সম্ভব। খুব বেশি আগে নয়, ১৯৯১ সালেই জনতা বার্লিন দেয়াল ভেঙে ফেলেছিল।’

বিজেপির এই নেতা আরও বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতেই তাঁদের “সংখ্যালঘু” বলা হয়।’ একই সঙ্গে বিজেপি নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এ সময় তিনি, ভারতের সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেস নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘মানুষ কংগ্রেসের এই মতাদর্শ বুঝে গেছে।’ 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী