হোম > বিশ্ব > ভারত

বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে মোদির পূজা

ভারতের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মনোনয়ন জমা দেওয়ার আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাটে পূজা দিয়েছেন। এ সময় তাঁকে বৈদিক মন্ত্রের সঙ্গে আরতি করতেও দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও এনডিএ (বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা–কর্মীরা মোদির সঙ্গে মনোনয়ন জমা দিতে বারাণসী কালেক্টর অফিসে যাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এ সময় বিজেপির জোটসঙ্গী উত্তর প্রদেশ ও রাজস্থানে কার্যক্রম পরিচালনা করা লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান, আপনা দলের (এস) সভাপতি অনুপ্রিয়া প্যাটেল এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভরও উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। 

এ ছাড়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিসহ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, আসাম, হরিয়ানা, গোয়া, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের নরেন্দ্র মোদির মনোনয়ন দাখিলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, আগামী ১ জুন ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই বারাণসী আসনে ভোটগ্রহণ হবে। সেই ভোটে লড়তেই আজ মনোনয়ন জমা দেবেন মোদি। পরে তিনি বিজেপি নেতা–কর্মীদের সঙ্গে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বৈঠক করবেন মোদি।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস