হোম > বিশ্ব > ভারত

ভারতে ডলার বিপরীতে দাম কমছে রুপির

কলকাতা প্রতিনিধি

ভারতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির দাম কমা অব্যাহত রয়েছে। মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম ৫৮ পয়সা কমেছে। গতকাল সোমবার ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে প্রতি ডলারের দাম ছিল ৮১ রুপি ৬৭ পয়সা। মঙ্গলবার অবশ্য সামান্য কমে তা দাঁড়িয়েছে ৮১.৪৮ রুপি। 

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ৭৫ বেসিস পয়েন্ট সুদ বাড়ানোর পরই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে ডলারের দাম। সেদিনই এক ডলারের দাম ৮০ রুপি ছাড়িয়ে যায় এবং পরদিন শুক্রবার ৮১ টাকা ছাড়ায়। এখন অনেকেরই আশঙ্কা ৮২ রুপিও ছাড়িয়ে যাবে ডলারের দাম। 

এদিকে, ডলারে মূল্যবৃদ্ধির ফলে আমদানি খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তাঁদের মতে, ওষুধ, ভোজ্যতেল, গাড়ি তৈরির যন্ত্রাংশ, আমদানি করা কাঁচামালের দাম বাড়বে। 

ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকেই দায়ী করছে। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া নাটে মনে করিয়ে দেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার গঠনের সময় ডলারের দাম ছিল মাত্র ৫৮ দশমিক ৬২ রুপি আর এখন তা ৮০ রুপিরও বেশি। 

অন্যদিকে, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতে এখনই উদ্বেগের কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অন্যান্য বিদেশি মুদ্রার তুলনায় ডলারের দাম ভারতীয় মুদ্রার তুলনায় কম বেড়েছে। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে