হোম > বিশ্ব > ভারত

‘কালা জাদু করেছে’ পাকিস্তানি সীমা হায়দার, গুজরাট থেকে উত্তর প্রদেশে ছুটে গেলেন যুবক

আজকের পত্রিকা ডেস্ক­

সীমা হায়দার। ছবি: সংগৃহীত

প্রেমের টানে পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে এসে সংবাদের শিরোনাম হলেন সীমা হায়দার। তিনি এখন উত্তর প্রদেশ রাজ্যে বসবাস করছেন।

গতকাল শনিবার সীমা হায়দারের বাড়িতে জোর করে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, সীমা তাঁর ওপর ‘কালা জাদু’ করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম তেজস। তিনি গুজরাট রাজ্যের সুরেন্দ্র নগরের বাসিন্দা।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, তেজস ‘মানসিকভাবে বিপর্যস্ত’। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সীমার বাড়িতে ঢোকার চেষ্টা করেন তিনি।

রাবুপুরা কোতোয়ালির ইনচার্জ সুজিৎ উপাধ্যায় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তেজস গুজরাট থেকে এসেছেন। গুজরাট থেকে নয়াদিল্লির একটি ট্রেনের সাধারণ কোচের টিকিট কেটেছিলেন। নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে তিনি বাসে করে গ্রামে পৌঁছান। তাঁর মোবাইল ফোনে সীমার স্ক্রিনশট রয়েছে।

সুজিৎ উপাধ্যায় বলেন, জিজ্ঞাসাবাদের সময় তেজস পুলিশকে বলেছেন, ‘সীমা আমার ওপর কালা জাদু করেছে।’

৩২ বছর বয়সী সীমা হায়দার পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকবাবাদের বাসিন্দা। তিনি সন্তানদের নিয়ে করাচির বাড়ি থেকে ২০২৩ সালের মে মাসে নেপাল হয়ে ভারতে আসার জন্য রওনা হন। স্থানীয়রা পুলিশকে জানালে সেই বছরের জুলাই মাসে সংবাদের শিরোনামে উঠে আসেন সীমা। ওই সময় বৃহত্তর নয়ডা এলাকায় ২৭ বছর বয়সী শচীন মীনার সঙ্গে বসবাস করছিলেন। সীমা দাবি করেন, তিনি শচীনকে বিয়ে করেছেন।

পাকিস্তানি স্বামী গোলাম হায়দারের সঙ্গে সীমার চারটি সন্তান এবং ভারতীয় শচীনের সঙ্গে একটি মেয়ে রয়েছে।

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা