হোম > বিশ্ব > ভারত

নিয়মিত মাছ খেলেই চোখ হবে ঐশ্বরিয়ার মতো সুন্দর! 

নিয়মিত মাছ খেলে যে কারও চোখ হবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের চোখের মতো সুন্দর। ত্বক হবে মসৃণ। এমনটাই মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্রের এক মন্ত্রী। এক জনসমাবেশে করা বিজয়কুমার গাবিত নামে ওই মন্ত্রীর বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজয়কুমার গাবিত মহারাষ্ট্র সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রী। তিনি রাজ্যের নান্দুরবার জেলার একটি জনসভায় এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘যারা নিয়মিত মাছ খায় তাদের ত্বক হয় খুবই মসৃণ এবং তাদের চোখ হয় উজ্জ্বল। এই অবস্থায় কেউ আপনার দিকে তাকালে সে আপনার দিকে আকৃষ্ট হয়ে পড়বে।’

ওই মন্ত্রী আরও বলেন, ‘আমি কী আপনাদের ঐশ্বরিয়া রায়ের ব্যাপারে বলব? তিনি ম্যাঙ্গালুরুর সমুদ্র সৈকতের কাছে বসবাস করতে এবং তাঁর নিয়মিত খাবারের তালিকায় ছিল মাছ। আপনারা কী তাঁর চোখ দেখেছেন? আপনারাও তো তার মতো চোখের অধিকারী হতে পারেন।’ তিনি আরও বলেন, ‘মাছে তৈল জাতীয় উপাদান রয়েছে যা আপনার ত্বককে মসৃণ করে তোলে।’

বিজয়কুমার গাবিত মহারাষ্ট্র বিধানসভার সদস্য। তিনি নান্দুরবার আসন থেকে বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক এবং রাজ্য সরকারের মন্ত্রী। তাঁর মেয়ে হেনা গাবিত ভারতের লোকসভার সদস্য। তিনিও বিজেপির টিকিটে নির্বাচিত এমপি।

এদিকে, বিজয়কুমারের এই মন্তব্য বিতর্ক উসকে দিয়েছে। তাঁর মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শারদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিধায়ক অমল মিতকারি বলেছেন, ‘তাঁর (বিজয়কুমার) উচিত ছিল এমন বালখিল্য মন্তব্য না করে উপজাতীদের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।’

কেবল বিরোধীরাই নয়, বিজয়কুমারের নিজ দলেও এমন মন্তব্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। বিজেপি বিধায়ক নীতেশ রানে বলেন, ‘আমি তো নিয়মিতই মাছ খাই। তো আমার চোখ কি ঐশ্বরিয়া রায়ের মতো? আমি গাবিত সাহেবকে জিজ্ঞেস করব কোন গবেষণার ভিত্তিতে তিনি এই কথা বলেছেন।’

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে