হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ৩

আজকের পত্রিকা ডেস্ক­

জম্মু-কাশ্মীরে টহল দিচ্ছে ভারতীয় সেনারা। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত দুই ঘণ্টা ধরে সেখানে তীব্র গোলাগুলি বিনিময় চলছে এবং আরও দুই অস্ত্রধারী ওই এলাকায় আটকে রয়েছেন।

পুলওয়ামার একটি উপজেলা অবন্তীপোরার নাদের ও ত্রাল এলাকায় এই গোলাগুলি শুরু হয়। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও তিনজন নিহত হয়। সেই গোলাগুলি প্রথমে কুলগামে শুরু হলেও পরে সোপিয়ানের জঙ্গলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের আটকানোর চেষ্টা করে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের শোকাল কেলার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী একটি সার্চ অ্যান্ড ডেস্ট্রয় অপারেশন শুরু করে। অপারেশনের সময় জঙ্গিরা ভারী গুলি চালায় এবং তীব্র গোলাগুলি হয়, যার ফলে তিন জঙ্গি নিহত হয়।’

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই হামলার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি অবস্থানে হামলা চালায়। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং বিকেল ৫টা থেকে কার্যকর হওয়া স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে সম্মত হয়।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই