হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে অখিলেশের চমক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আজ সোমবার তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে তিনি অংশ নেবেন না। 

যদিও তিনি বলেছেন, নির্বাচনের জন্য তাঁর দল এবং রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) মধ্যে জোট চূড়ান্ত হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আরএলডির সঙ্গে আমাদের জোট চূড়ান্ত। শিগগিরই আসন ভাগাভাগিও চূড়ান্ত করা হবে। 

অখিলেশ যাদবের চাচা শিবপাল যাদবের কাছে তাঁর দল প্রগতিশীল সমাজবাদী পার্টি লহিয়া (পিএসপিএল) নির্বাচনের বিষয়ে কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এতে আমার কোনো সমস্যা নেই। তিনি এবং তাঁর কর্মী সমর্থকদের প্রাপ্য সম্মান আমরা অবশ্যই দেব। 

অখিলেশ যাদব উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান। নির্বাচনে নিজে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি। এর আগেও কখনো তিনি উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়েননি। যদিও বিধান পরিষদের সদস্য হওয়ার সুবাদে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং আজমগড়ের সপা সাংসদ সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রীর মুখ, সে ব্যাপারে ভেতরে বাইরে কোনো দ্বিমত নেই। অন্তত প্রকাশ্যে এমন কোনো তথ্য আসেনি এখনো। 

২০২২ সালের শুরুতে বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি, কংগ্রেস-সহ অন্য সব রাজনৈতিক দল। 

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উত্তর প্রদেশে মে মাসে ব্লক পঞ্চায়েতে বিপুল ভাবে পরাজিত হয় বিজেপি। দারুণ ফলাফল করে অখিলেশের দল। কিন্তু বিজয়ের উৎসাহে যোগী সরকারের কোভিড মোকাবিলার ব্যর্থতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার কোনো উদ্যোগ অখিলেশের মধ্যে দেখা যায়নি এখন পর্যন্ত।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা