হোম > বিশ্ব > ভারত

কয়লা খনি কেলেঙ্কারি: ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি

কলকাতা প্রতিনিধি

ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দেশটির আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাঁকে বেআইনি কয়লা খনি কেলেঙ্কারির তদন্তকারী কর্মকর্তাদের কাছে রাজ্যের রাজধানী রাঁচিতে হাজিরা হতে বলা হয়েছে।

গত আগস্টে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে কয়লা উত্তোলন করার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।

সে সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, হেমন্ত সরেন নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তিকে নিজ নামে করে নিয়েছেন। এই বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। রাজ্যের গভর্নর রমেশ বৈশ নির্বাচন কমিশনের মন্তব্যকে পরীক্ষা করে দেখেছেন এবং হেমন্ত সরেনকে এই বিষয়ে শিগগিরই অবহিত করা হবে বলেও জানিয়েছে একটি সূত্র। তবে, এই দফায় তাঁকে বিধায়ক হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হলেও তাঁকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়নি।

এরই মধ্যে হেমন্ত সরেনের ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রা, বাচ্চু যাদব ও প্রেম প্রকাশকে গ্রেপ্তার করেছে ইডি। তাঁদের ব্যাংকে ১১ কোটি ৮৮ লাখ রুপি পাওয়া গেয়ে। কয়লা খনি কেলেঙ্কারির তদন্তে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় ঝাড়খন্ডে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। 

তবে হেমন্ত সরেনের ঘনিষ্ঠজনের অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতেই ইডির অপব্যবহার হচ্ছে। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি—যথেষ্ট তথ্য প্রমাণ হাত পেয়েই তদন্তকারীরা মুখ্যমন্ত্রীকে তলব করেছে। উল্লেখ্য, সরেন-ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার হয়েছে বলে ইডি দাবি করেছে। 

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান