হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের  ভোপালের দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দাবি করেছেন, গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাঁরা ২০১৮ সালে বোধগয়া বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফজহার আলী ওরফে মেহমুদ (৩২), মোহাম্মদ আকিল ওরফে আহমেদ (২৪), জহুরউদ্দিন ওরফে ইব্রাহিম (২৮) এবং ফজহার জয়নুল আবদিন ওরফে আকরাম আল হাসান। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোরের মধ্যে করন্দ ও আইশবাগ এলাকার দুটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভারতের পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে। 

অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, ধর্মীয় বই এবং বিস্ফোরক জব্দ করা হয়েছে। 
 
ভারতের অ্যান্টি-টেররিজম ইউনিট  এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই অভিযান চালায়।

কয়েকটি সূত্র এনডিটিভিকে জানায়, একটি থানার কাছ থেকেই গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছিল। তবে এটি পুলিশ জানত না। তাঁরা গত তিন মাস ধরে ভাড়ার চুক্তি ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই বহুতল ভবনে বসবাস করছিলেন। 
 
এদের একজন প্রতিবেশী জানিয়েছেন, রাত ৩টার দিকে ৬০ জনের পুলিশ অভিযান চালায়। তারা দরজা খোলার জন্য গুলি ছুড়ে এবং গ্রেপ্তারের পর বাড়িটি সিল করে দেয়।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার