হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের  ভোপালের দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দাবি করেছেন, গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাঁরা ২০১৮ সালে বোধগয়া বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফজহার আলী ওরফে মেহমুদ (৩২), মোহাম্মদ আকিল ওরফে আহমেদ (২৪), জহুরউদ্দিন ওরফে ইব্রাহিম (২৮) এবং ফজহার জয়নুল আবদিন ওরফে আকরাম আল হাসান। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোরের মধ্যে করন্দ ও আইশবাগ এলাকার দুটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভারতের পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে। 

অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, ধর্মীয় বই এবং বিস্ফোরক জব্দ করা হয়েছে। 
 
ভারতের অ্যান্টি-টেররিজম ইউনিট  এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই অভিযান চালায়।

কয়েকটি সূত্র এনডিটিভিকে জানায়, একটি থানার কাছ থেকেই গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছিল। তবে এটি পুলিশ জানত না। তাঁরা গত তিন মাস ধরে ভাড়ার চুক্তি ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই বহুতল ভবনে বসবাস করছিলেন। 
 
এদের একজন প্রতিবেশী জানিয়েছেন, রাত ৩টার দিকে ৬০ জনের পুলিশ অভিযান চালায়। তারা দরজা খোলার জন্য গুলি ছুড়ে এবং গ্রেপ্তারের পর বাড়িটি সিল করে দেয়।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে