হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানকে বাংলাদেশ থেকে শেখার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী 

কলকাতা প্রতিনিধি

উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান। ভারতের স্থানীয় সময় আজ শুক্রবার কলকাতায় ভারতীয় নৌবাহিনীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মতে, উন্নয়নের সব মাপকাঠিতেই বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। দ্রুত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।

 রাজনাথ সিং বলেন, ‘সাম্প্রদায়িকতাকে আগলে ধরে পিছিয়ে পড়ছে পাকিস্তান। আর অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ বাংলাদেশ ভারতের বন্ধু উল্লেখ করে রাজনাথ সিং আরও বলেন, ‘আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে।’ 

এদিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ‘ধুনাগিরির’ উদ্বোধন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের মতে, মাদক চোরাকারবার রোধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় নৌসেনার গুরুত্ব দিনদিন বাড়ছে। করোনার মতো যেকোনো দুর্দিনে প্রতিবেশীদের পাশে থাকবে ভারত। তবে এতে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।

 কেবল ভারতের প্রতিরক্ষামন্ত্রী নন বাংলাদেশের উন্নতি থেকে শিক্ষা নিতে বিগত কয়েক বছরে পাকিস্তানেরই অনেক এমপি-মন্ত্রী নিজেদের নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন। এসব নিয়ে দেশটির গণমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। 

তবে, পাকিস্তান রাজনাথের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা