হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানকে বাংলাদেশ থেকে শেখার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী 

কলকাতা প্রতিনিধি

উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান। ভারতের স্থানীয় সময় আজ শুক্রবার কলকাতায় ভারতীয় নৌবাহিনীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মতে, উন্নয়নের সব মাপকাঠিতেই বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। দ্রুত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।

 রাজনাথ সিং বলেন, ‘সাম্প্রদায়িকতাকে আগলে ধরে পিছিয়ে পড়ছে পাকিস্তান। আর অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ বাংলাদেশ ভারতের বন্ধু উল্লেখ করে রাজনাথ সিং আরও বলেন, ‘আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে।’ 

এদিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ‘ধুনাগিরির’ উদ্বোধন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের মতে, মাদক চোরাকারবার রোধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় নৌসেনার গুরুত্ব দিনদিন বাড়ছে। করোনার মতো যেকোনো দুর্দিনে প্রতিবেশীদের পাশে থাকবে ভারত। তবে এতে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।

 কেবল ভারতের প্রতিরক্ষামন্ত্রী নন বাংলাদেশের উন্নতি থেকে শিক্ষা নিতে বিগত কয়েক বছরে পাকিস্তানেরই অনেক এমপি-মন্ত্রী নিজেদের নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন। এসব নিয়ে দেশটির গণমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। 

তবে, পাকিস্তান রাজনাথের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর