হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানকে বাংলাদেশ থেকে শেখার পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী 

কলকাতা প্রতিনিধি

উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে পাকিস্তান। ভারতের স্থানীয় সময় আজ শুক্রবার কলকাতায় ভারতীয় নৌবাহিনীর এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মতে, উন্নয়নের সব মাপকাঠিতেই বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। দ্রুত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ।

 রাজনাথ সিং বলেন, ‘সাম্প্রদায়িকতাকে আগলে ধরে পিছিয়ে পড়ছে পাকিস্তান। আর অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ বাংলাদেশ ভারতের বন্ধু উল্লেখ করে রাজনাথ সিং আরও বলেন, ‘আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে।’ 

এদিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ ‘ধুনাগিরির’ উদ্বোধন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের মতে, মাদক চোরাকারবার রোধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় নৌসেনার গুরুত্ব দিনদিন বাড়ছে। করোনার মতো যেকোনো দুর্দিনে প্রতিবেশীদের পাশে থাকবে ভারত। তবে এতে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।

 কেবল ভারতের প্রতিরক্ষামন্ত্রী নন বাংলাদেশের উন্নতি থেকে শিক্ষা নিতে বিগত কয়েক বছরে পাকিস্তানেরই অনেক এমপি-মন্ত্রী নিজেদের নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন। এসব নিয়ে দেশটির গণমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। 

তবে, পাকিস্তান রাজনাথের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি