হোম > বিশ্ব > ভারত

২ দিন পর উদ্ধার হলেন পাহাড়ে আটক কেরালার সেই তরুণ

ভারতের কেরালা রাজ্যের পাক্কালাড় শহরের মালাম্পুঝা এলাকায় একটি পাহাড়ে দুই দিন ধরে আটকে থাকার পর অবশেষে উদ্ধার হলেন ২০ বছর বয়সী আর বাবু। আজ বুধবার ভারতীয় সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে।

উদ্ধার হওয়ার পর বাবু বলেন, অনেক ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনীকে। 

পরে বাবু একজন সেনাসদস্যকে চুমু দেন এবং আনন্দে চিৎকার করে বলেন, ‘ভারতীয় সেনার জয়, ভারত মাতার  জয়।’

কয়েকটি ভিডিওতে দেখায় যে সেনাবাহিনীর উদ্ধারকারী দলটি স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে বাবুকে উদ্ধার করে।  এ সময় স্থানীয় জনগণ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), কোস্ট গার্ড সেনাবাহিনীকে সাহায্য করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার থেকে পাহাড়টিতে আটকে আছেন ওই যুবক। সেদিন থেকে তাঁর কাছে খাওয়ার পানি পৌঁছাতে পারেনি উদ্ধারকারী বাহিনী। 

এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি টি-শার্ট ও হাফপ্যান্ট পরে তরুণটি দুই পাথরের মধ্যে ছোট একটি জায়গায় বসে আছেন। 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ বুধবার সকালে টুইট বার্তায় জানান, সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল লোকটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মালাম্পুঝা চেরাত পাহাড়ে আটকে পড়া যুবককে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। সেনাসদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন। আজ উদ্ধার অভিযান জোরদার করা হবে।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত