হোম > বিশ্ব > ভারত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪ 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার বলে দাবি পুলিশের। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরা ও বিজবেহারা এলাকায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, সন্ত্রাসীরা আত্মগোপনে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে গেলে গুলি চালায় অস্ত্রধারীরা। পরে পাল্টা গুলিতে নিহত হন চারজন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-৭৪ রাইফেল, একটি একে-৫৬ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। 

সন্ত্রাসীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে দাবি সেনাবাহিনী ও পুলিশের। কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার জানান, নিহতদের মধ্যে লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার মুখতার ভাট রয়েছেন। বিদেশি সন্ত্রাসীদের সঙ্গে মিলে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল মুখতার। মঙ্গলবারের এই অভিযানকে ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেন এই পুলিশ কর্মকর্তা। 

এর আগে সোমবার উপত্যকার একটি সন্ত্রাসী চক্রান্ত ভেস্তে দেওয়ার দাবি করে পুলিশ। তাদের দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল। ইউরোপ থেকে একটি চক্র কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছিল বলেও জানায় কাশ্মীর পুলিশ। এরই মধ্যে চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে। 

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা