ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার বলে দাবি পুলিশের।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরা ও বিজবেহারা এলাকায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, সন্ত্রাসীরা আত্মগোপনে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে গেলে গুলি চালায় অস্ত্রধারীরা। পরে পাল্টা গুলিতে নিহত হন চারজন। এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-৭৪ রাইফেল, একটি একে-৫৬ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
সন্ত্রাসীরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল বলে দাবি সেনাবাহিনী ও পুলিশের। কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার জানান, নিহতদের মধ্যে লস্কর-ই-তৈয়্যবার কমান্ডার মুখতার ভাট রয়েছেন। বিদেশি সন্ত্রাসীদের সঙ্গে মিলে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার পরিকল্পনা করছিল মুখতার। মঙ্গলবারের এই অভিযানকে ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেন এই পুলিশ কর্মকর্তা।