হোম > বিশ্ব > ভারত

ভারতে জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়লে পাসপোর্ট বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

মসজিদে স্থান সংকুলান না হওয়ায় ভারতে প্রায়ই জুমা ও ঈদের নামাজ রাস্তায় পড়েন মুসলমানেরা। ছবি: এক্স

ঈদের জামাত রাস্তার ওপর পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। এমনকি জামাআতুল বিদার (রমজানের শেষ শুক্রবার) নামাজও নির্ধারিত মসজিদে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের মিরাট পুলিশ রাস্তায় নামাজ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে। পুলিশ বলেছে, নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে; তাদের পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে।

মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেছেন, ঈদের নামাজ স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে আদায় করা উচিত এবং রাস্তায় কারও নামাজ পড়া উচিত নয়।

কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, যদি লোকেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়, তাহলে তাদের পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করা যেতে পারে এবং আদালত থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এ ধরনের নথি বাজেয়াপ্ত করা থাকে।

এ ব্যাপারে মিরাটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিপিন তাদা বলেছেন, জেলা ও থানা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সব পক্ষের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

এসএসপি আরও যোগ করেছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানোর বা অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর কড়া নজর রাখছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

এসএসপি তাদা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং জেলায় ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএসপি তাদা আরও জোর দিয়ে বলেন, আসন্ন উৎসবগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসন বিশিষ্ট নাগরিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

আইনশৃঙ্খলা নিশ্চিত করতে জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, আকাশপথে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হবে, আর স্থানীয় গোয়েন্দা দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি আরও যোগ করেন, ইউনিফর্ম পরিহিত এবং সাদা পোশাকের কর্মকর্তারাও সব সংবেদনশীল স্থানে মোতায়েন থাকবেন।

মিরাট পুলিশ সতর্ক করেছে, যারা এই আদেশ লঙ্ঘন করবে তাদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে এবং নতুন পাসপোর্ট পেতে আদালতের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন হবে।

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান