হোম > বিশ্ব > ভারত

৪ বছরের শিশুকে ধর্ষণ করল পুলিশ, থানা ঘেরাও গ্রামবাসীর 

ভারতের রাজস্থান রাজ্যে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওই পুলিশ সদস্যের শাস্তি দাবি করে থানা ঘেরাও করেছে ওই শিশুর গ্রামের বাসিন্দারা। এমনকি ওই পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের দাউসা জেলার একটি গ্রামে। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম ভূপেন্দ্র সিং। পদবিতে তিনি জেলার একটি পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর। দাউসার সহকারী পুলিশ সুপার বজরং সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার বজরং সিং জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং নির্বাচনী দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি ওই শিশুকে নিজের অফিসে ডেকে এনে ধর্ষণ করেন। তাঁকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তও শুরু হয়েছে।

বজরং সিং বলেন, ‘থানার পার্শ্ববর্তী একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূপেন্দ্র নামে একজন এসআইয়ের বিরুদ্ধে রাহুওয়াস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিশুকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী থানার সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে ভূপেন্দ্র সিংকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে মারধরও করা হয়।

এ ঘটনার পর স্থানীয় বিজেপি দলীয় এমপি কিরোদি লাল মীনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘পুলিশ কর্তৃক দলিত শিশু ধর্ষণের ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আমি নিষ্পাপ শিশুটির বিচার পেতে ঘটনাস্থলে এসেছি।’ বিজেপি সাংসদ মেয়েটির পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে