হোম > বিশ্ব > ভারত

প্রেমের কারণে বোনকে হত্যা, কাটা মাথা নিয়ে থানায় হাজির ভাই 

ভারতের উত্তর প্রদেশে বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় তাঁকে হত্যা করে ভাই। এরপর বোনের কাটা মুণ্ডু নিয়ে হাজির হন থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঁকি জেলার ফতেহপুরের মিতওয়ারা গ্রামে। পুলিশ এ ঘটনায় ভাই রিয়াজকে (২২) গ্রেপ্তার করেছে। রিয়াজ নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বোন আশফিয়ার (১৮) প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয় ভাই রিয়াজের সঙ্গে। একপর্যায়ে কথা-কাটাকাটির রূপ নেয় সহিংসতায়। পরে রিয়াজ তাঁর বোন আশফিয়ার দেহ থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করে ফেলেন। 
 
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্রা জানান, রিয়াজ একটি ধারালো অস্ত্রের সাহায্যে তাঁর বোনের মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে সেই মুণ্ডু নিজ হাতে করে পুলিশ স্টেশনে আসেন রিয়াজ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার আশুতোষ মিশ্রা আরও জানান, আশফিয়া কিছুদিন আগে চাঁদ বাবু নামে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় আশফিয়ার পরিবার চাঁদ বাবুর বিরুদ্ধে মামলা করেন। তাঁরা দুজন একই গ্রামের বাসিন্দা। ঘটনা কয়েক দিন পর পুলিশ আশফিয়া ও তাঁর প্রেমিককে উদ্ধার করে এবং চাঁদ মিয়াকে জেলে প্রেরণ করে। 
 
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ শুরু থেকেই আশফিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টির বিরোধিতা করে আসছিলেন। বিষয়টি নিয়ে দুই ভাইবোন প্রায়ই ঝগড়া করে আসছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে