হোম > বিশ্ব > ভারত

প্রেমের কারণে বোনকে হত্যা, কাটা মাথা নিয়ে থানায় হাজির ভাই 

ভারতের উত্তর প্রদেশে বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় তাঁকে হত্যা করে ভাই। এরপর বোনের কাটা মুণ্ডু নিয়ে হাজির হন থানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যের বারাবাঁকি জেলার ফতেহপুরের মিতওয়ারা গ্রামে। পুলিশ এ ঘটনায় ভাই রিয়াজকে (২২) গ্রেপ্তার করেছে। রিয়াজ নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বোন আশফিয়ার (১৮) প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটি হয় ভাই রিয়াজের সঙ্গে। একপর্যায়ে কথা-কাটাকাটির রূপ নেয় সহিংসতায়। পরে রিয়াজ তাঁর বোন আশফিয়ার দেহ থেকে মুণ্ডু বিচ্ছিন্ন করে ফেলেন। 
 
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্রা জানান, রিয়াজ একটি ধারালো অস্ত্রের সাহায্যে তাঁর বোনের মুণ্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে সেই মুণ্ডু নিজ হাতে করে পুলিশ স্টেশনে আসেন রিয়াজ। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার আশুতোষ মিশ্রা আরও জানান, আশফিয়া কিছুদিন আগে চাঁদ বাবু নামে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এ ঘটনায় আশফিয়ার পরিবার চাঁদ বাবুর বিরুদ্ধে মামলা করেন। তাঁরা দুজন একই গ্রামের বাসিন্দা। ঘটনা কয়েক দিন পর পুলিশ আশফিয়া ও তাঁর প্রেমিককে উদ্ধার করে এবং চাঁদ মিয়াকে জেলে প্রেরণ করে। 
 
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ শুরু থেকেই আশফিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টির বিরোধিতা করে আসছিলেন। বিষয়টি নিয়ে দুই ভাইবোন প্রায়ই ঝগড়া করে আসছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার