হোম > বিশ্ব > ভারত

৪ দিনে ‘অগ্নিবীর’ পদে আবেদন পড়েছে ৯৫ হাজার

ভারতীয় সশস্ত্রবাহিনীতে নিয়োগে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় ৪ দিনে প্রায় ৯৫ জনের আবেদন পেয়েছে দেশটির বিমানবাহিনী। এখন পর্যন্ত ৯৪ হাজার ২৮১ জন আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

গত ১৪ জুন ‘অগ্নিপথ’ পরিকল্পনা প্রকাশ করার পর ভারতজুড়ে প্রতিবাদ–বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েকটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় ৫ শতাধিক জনকে। এই পরিকল্পনার প্রতিবাদে সাধারণ জনগণের সঙ্গে যোগ দেয় বিরোধী দলগুলোও। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু এক টুইটে জানিয়েছেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সব মিলিয়ে ৯৪ হাজার ২৮১ জন অগ্নিবীর হতে আবেদন করেছেন।’ এর আগে, গত রোববার নাগাদ এই সংখ্যা ছিল ৫৬ হাজার ৯৬০ জন। 

 ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রথম দফায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগ দেওয়া হবে। তাঁরা পরিচিত হবেন ‘অগ্নিবীর’ নামে এবং তাঁদের নিয়োগ দেওয়া হবে ৪ বছর মেয়াদে। সেসময় জানানো হয়েছিল—আগামী ৯০ দিনের মধ্যেই এই ৪৫ হাজার সৈনিক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। এরপর প্রশিক্ষণের মাধ্যমে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যেই এই বাহিনী মাঠে নামার উপযোগী হয়ে উঠবে। 

চার বছর মেয়াদ শেষে চূড়ান্তভাবে যোগ্য ২৫ শতাংশকে মূল বাহিনীতে রেখে দেওয়া হবে। তাঁরা মূল বাহিনীতে ১৫ বছর কর্মজীবন পাবেন। এবং বাকিদের এককালীন ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে চাকরিচ্যুত করা হবে। এই চার বছর মেয়াদে ‘অগ্নিপথ’-এ থাকাকালীন প্রত্যেক সৈনিক পাবেন ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা। 

তবে প্রতিবাদের মুখে পরে সরকার এই পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনে।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি