হোম > বিশ্ব > ভারত

ব্রিজের নিচে আটকে গেল বিশালাকার উড়োজাহাজ 

আকাশপথে নয়, রাস্তা দিয়ে চলছিল উড়োজাহাজ। ভারতের দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে দেখা গেল এমন দৃশ্য। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক দৃশ্য। শুধু তাই নয়, উচ্চতার কারণে সেই বিমান আটকেও যায় একটি ফ্লাইওভারের নিচে।

এই দৃশ্য দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পুরোনো হয়ে যাওয়ায় তা বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস। আর উড়োজাহাজটির নতুন মালিক সেই বিমান সড়কপথে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু উড়োজাহাজটির সামনের দিকের অর্ধেক অংশ ব্রিজের নিচ দিয়ে পার হয়ে গেলেও পেছন দিকের ওপরের অংশ ব্রিজে আটকে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। 

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি আর দিল্লি বিমানবন্দরের অধীনে নেই। আর তা ছাড়া বিমানটি যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাতে কোনো ডানা লাগানো ছিল না। এটি বাতিল হয়ে যাওয়া একটি বিমান। যিনি সেটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন, তিনি হয়তো ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাওয়ার সময় কোনো ভুল অনুমান করেছিলেন। আর সে কারণেই ব্রিজের তলায় আটকে গেছে উড়োজাহাজটি। বিমানটির কারণে রাস্তার একটি বড় অংশও আটকে গিয়েছিল। 

এর পরই বিমানটির ব্রিজের তলায় আটকে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছেও খবরটি পৌঁছায়। 

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত