হোম > বিশ্ব > ভারত

ব্রিজের নিচে আটকে গেল বিশালাকার উড়োজাহাজ 

আকাশপথে নয়, রাস্তা দিয়ে চলছিল উড়োজাহাজ। ভারতের দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে দেখা গেল এমন দৃশ্য। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক দৃশ্য। শুধু তাই নয়, উচ্চতার কারণে সেই বিমান আটকেও যায় একটি ফ্লাইওভারের নিচে।

এই দৃশ্য দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পুরোনো হয়ে যাওয়ায় তা বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া এয়ারলাইনস। আর উড়োজাহাজটির নতুন মালিক সেই বিমান সড়কপথে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু উড়োজাহাজটির সামনের দিকের অর্ধেক অংশ ব্রিজের নিচ দিয়ে পার হয়ে গেলেও পেছন দিকের ওপরের অংশ ব্রিজে আটকে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। 

এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি আর দিল্লি বিমানবন্দরের অধীনে নেই। আর তা ছাড়া বিমানটি যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাতে কোনো ডানা লাগানো ছিল না। এটি বাতিল হয়ে যাওয়া একটি বিমান। যিনি সেটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন, তিনি হয়তো ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাওয়ার সময় কোনো ভুল অনুমান করেছিলেন। আর সে কারণেই ব্রিজের তলায় আটকে গেছে উড়োজাহাজটি। বিমানটির কারণে রাস্তার একটি বড় অংশও আটকে গিয়েছিল। 

এর পরই বিমানটির ব্রিজের তলায় আটকে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছেও খবরটি পৌঁছায়। 

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে