হোম > বিশ্ব > ভারত

ভারতের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বিজেপির অভিযোগ, প্রতিমন্ত্রীর মিছিলে গুলি করে ও বোমা নিয়ে হামলা চালানো হয়। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস এ অভিযোগ অস্বীকার করেছে। 

কোচবিহারের দিনহাটায় এদিন সকালে বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। বিপরীত দিকেই কালো পতাকা দেখানোর কর্মসূচি নেয় তৃণমূল। উভয় দলের সমর্থকদের মধ্যে এই নিয়ে সংঘর্ষ বাঁধে। কেন্দ্রীয় আধা সেনার নিরাপত্তা বলয়ের মধ্যেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। 

হামলার শিকার প্রতিমন্ত্রী বলেন, ‘সাহস থাকলে তৃণমূল আমার বুকে গুলি চালাক। এখানে আগে থেকেই আমাদের ওপর হামলার ছক করা হয়েছিল।’ 

স্থানীয় তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী উদয়ণ গুহ বলেন, ‘নিশীথ মিথ্যাবাদী। ওর মতো দ্বিচারিতা, রাজনীতিতে কেউ করে না। ও নিজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজবিরোধীদের নিয়ে দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য। বুড়ির হাটে গিয়ে আমাদের কর্মীদের বাইক ভাঙচুর করেছে।’ 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে