হোম > বিশ্ব > ভারত

ডেঙ্গু বাংলাদেশ থেকে ত্রিপুরায় ছড়াচ্ছে দাবি স্বাস্থ্য কর্মকর্তার 

ভারতের ত্রিপুরায় গত কয়েক দিনে ৯২ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এদের বেশির ভাগই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সিপাহিজালাতে। গতকাল বৃহস্পতিবার একজন কর্মকর্তা জানিয়েছেন। দাবি করা হচ্ছে, প্রতিবেশী বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে। ভারতের সংবাদমাধ্যম আউটলুক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রাজ্যের পরিবারকল্যাণ ও প্রতিরোধমূলক ওষুধ ব্যবস্থার পরিচালক সুপ্রিয়া মল্লিক পিটিআইকে জানিয়েছেন, রাজ্যে এখনো ডেঙ্গুর কারণে কোনো মৃত্যু হয়নি। তবে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সুপ্রিয়া মল্লিক বলেন, মোট ৯২ জনের মধ্যে ৮৪ জনই সিপাহিজালার ধনপুর এবং মেলাঘরে শনাক্ত হয়েছে। বাকিদের পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালায় পাওয়া গেছে। ডেঙ্গু পরীক্ষা ও নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ছয় সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাংলাদেশ সীমান্তের তিনটি ইমিগ্রেশন চেকপোস্টেও পরীক্ষা করা হচ্ছে। 

প্রতিবেশী বাংলাদেশ থেকে ডেঙ্গু ছড়াচ্ছে দাবি করে মল্লিক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এডিস মশা বাংলাদেশ থেকে আসছে এবং সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ধনপুর ও কাঁঠালিয়া হাসপাতালে প্রয়োজনীয় কিট ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

এদিকে মেলাঘরে জ্বর ও অন্যান্য জটিলতায় মারা যাওয়া ৭২ বছর বয়সী ব্যক্তির বিষয়ে মল্লিক বলেন, মৃত্যুটি আসলেই ডেঙ্গু বা অন্য কিছুর কারণে হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে