হোম > বিশ্ব > ভারত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আবারও অজিত দোভাল

ভারতের নরেন্দ্র মোদি সরকারের সমার্থক হয়ে উঠেছেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ২০১৪ সালে মোদি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তাঁকে গুরুত্বপূর্ণ ওই পদে বসিয়েছিলেন। মোদি সরকারের টানা তৃতীয় মেয়াদে আবারও দোভালও টানা তৃতীয়বারের মতো নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, লোকসভা নির্বাচনের ধারাবাহিকতায় মোদির নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হওয়ার পর কে হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা—তা নিয়ে কৌতূহল ছিল দেশটির সাধারণ মানুষের। তবে এই পদে এবারও কোনো নতুন মুখ আসেননি। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা দোভালের ওপরই তৃতীয়বারের মতো আস্থা রেখেছেন মোদি। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রধান সচিব পদে অবসরপ্রাপ্ত আইসিএস কর্মকর্তা পিকে মিশ্রকেও পুনর্বহাল করছেন। 

দোভালের নিয়োগ প্রসঙ্গে ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, তাঁর আমলে ভারতের নিরাপত্তা সুদৃঢ় হয়েছে। আগের তুলনায় শান্ত হয়ে এসেছে কাশ্মীর। দেশে বিদেশে অবস্থান করা খালিস্তানপন্থী আন্দোলনকারীরাও এখন আতঙ্কিত সময় কাটাচ্ছে। এসব দিক বিবেচনা করেই দোভালকে আবারও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটিকে ভারত অনেক গুরুত্ব দিয়ে থাকে। দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি সম্পর্কে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি। দেশের নিরাপত্তা, ভূ-রাজনীতি থেকে রাষ্ট্র-অর্থনীতিতে তাঁর কৌশলগত বিশেষ ভূমিকা থাকে। র (RAW) থেকে শুরু করে ভারতের সব গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে নিয়মিত রিপোর্ট পান তিনি। 

পদাধিকার বলে ভারতের নিরাপত্তা কাউন্সিলেরও প্রধান অজিত দোভাল। ১৯৬৮ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। ইতিপূর্বে দেশের গোয়েন্দা বাহিনীর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশসেরা গোয়েন্দা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। পাকিস্তান বিষয়ে বরাবরই কঠোর এই কর্মকর্তার আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতিতে ২০১৬ সালে পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। পাশাপাশি চীনের সঙ্গে সীমান্ত বিবাদ মেটাতেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে