হোম > বিশ্ব > ভারত

করোনাবিধি না মানলে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ, রাহুলকে কেন্দ্রের চিঠি

‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানডাবিয়া। করোনাবিধি না মানতে পারলে এই আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে করোনারবিধি পালন করতে হবে। বর্তমানে রাজস্থান থেকে হরিয়ানা রাজ্যে প্রবেশ করেছে এই পদযাত্রা। এতে অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ ছাড়া যাঁরা করোনার টিকা নিয়েছেন, শুধু তাঁরাই এতে অংশ নিতে পারবেন। 

চিঠিতে আরও বলা হয়, যদি সঠিকভাবে করোনাবিধি পালন করা না হয়, তাহলে জনস্বাস্থ্য বিবেচনায় ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ রাখতে হবে কংগ্রেসকে। 

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়়িয়েছে। বিরোধী দল কংগ্রেসের দাবি, এখন দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সে বিষয়ে নজর না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমনটা করছে কেন্দ্র। 

কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীকে উল্টো প্রশ্ন তুলেছেন, গুজরাটে প্রধানমন্ত্রী যখন প্রচার করছিলেন, তখন কোনো করোনাবিধি অনুসরণ করা হয়েছিল কি না। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্য সহ্য করতে পারছেন না বলে কটাক্ষ করেন তিনি। 

পদযাত্রা থেকে মানুষের নজর ঘোরাতেই স্বাস্থ্যমন্ত্রী এসব করছেন বলেও দাবি অধীরের। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’ আটটি রাজ্য পেরিয়ে বুধবার হরিয়ানায় প্রবেশ করে। 

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়

দিল্লির বায়ুদূষণে দমবন্ধের জোগাড়: ৩ বছরে হাসপাতালে ভর্তি ২ লক্ষাধিক শ্বাসতন্ত্রের রোগী