হোম > বিশ্ব > ভারত

করোনাবিধি না মানলে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ, রাহুলকে কেন্দ্রের চিঠি

‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানডাবিয়া। করোনাবিধি না মানতে পারলে এই আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে করোনারবিধি পালন করতে হবে। বর্তমানে রাজস্থান থেকে হরিয়ানা রাজ্যে প্রবেশ করেছে এই পদযাত্রা। এতে অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ ছাড়া যাঁরা করোনার টিকা নিয়েছেন, শুধু তাঁরাই এতে অংশ নিতে পারবেন। 

চিঠিতে আরও বলা হয়, যদি সঠিকভাবে করোনাবিধি পালন করা না হয়, তাহলে জনস্বাস্থ্য বিবেচনায় ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ রাখতে হবে কংগ্রেসকে। 

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়়িয়েছে। বিরোধী দল কংগ্রেসের দাবি, এখন দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সে বিষয়ে নজর না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমনটা করছে কেন্দ্র। 

কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীকে উল্টো প্রশ্ন তুলেছেন, গুজরাটে প্রধানমন্ত্রী যখন প্রচার করছিলেন, তখন কোনো করোনাবিধি অনুসরণ করা হয়েছিল কি না। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্য সহ্য করতে পারছেন না বলে কটাক্ষ করেন তিনি। 

পদযাত্রা থেকে মানুষের নজর ঘোরাতেই স্বাস্থ্যমন্ত্রী এসব করছেন বলেও দাবি অধীরের। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’ আটটি রাজ্য পেরিয়ে বুধবার হরিয়ানায় প্রবেশ করে। 

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি