হোম > বিশ্ব > ভারত

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চোর 

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এক চোর। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ শহরে এ ঘটনা ঘটেছে বলে গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিন্দ শহরে পুলিশের এসআই কমলেশ কাতারের বাড়ি থেকে টাকা চুরি করেন ওই চোর। চুরির সময় কমলেশ ভারতের ছত্তিশগড়ে দায়িত্বে ছিলেন। আর তাঁর পরিবারের বাকি সদস্যরাও বাড়িতে ছিলেন না।

জানা গেছে, চুরির পর ওই চোর একটি চিঠি রেখা যান। সেখানে লেখা ছিল, দুঃখিত বন্ধু, বাধ্য হয়ে এটি করেছি। যদি আমি এটি না করতাম, তাহলে আমার বন্ধু হয়তো মারা যেত। চিন্তা করবেন না, খুব দ্রুত আমি টাকা ফিরিয়ে দেব। 

পুলিশ কর্মকর্তা কমলেশের  স্ত্রী জানান, গত ৩০ জুন তিনি ও তাঁর সন্তানেরা এক আত্মীয়ের বাড়িতে যান। যখন সোমবার রাতে তাঁরা ফেরেন, তখন দেখতে পান যে বাড়ির তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। ওই চোর কিছু সোনা–রুপার গয়না চুরি করেছেন। কর্মকর্তারা ধারণ করছেন, পরিচিতি কেউই এই চুরির ঘটনা ঘটিয়েছেন। 
এ ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে