হোম > বিশ্ব > ভারত

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চোর 

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এক চোর। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ শহরে এ ঘটনা ঘটেছে বলে গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিন্দ শহরে পুলিশের এসআই কমলেশ কাতারের বাড়ি থেকে টাকা চুরি করেন ওই চোর। চুরির সময় কমলেশ ভারতের ছত্তিশগড়ে দায়িত্বে ছিলেন। আর তাঁর পরিবারের বাকি সদস্যরাও বাড়িতে ছিলেন না।

জানা গেছে, চুরির পর ওই চোর একটি চিঠি রেখা যান। সেখানে লেখা ছিল, দুঃখিত বন্ধু, বাধ্য হয়ে এটি করেছি। যদি আমি এটি না করতাম, তাহলে আমার বন্ধু হয়তো মারা যেত। চিন্তা করবেন না, খুব দ্রুত আমি টাকা ফিরিয়ে দেব। 

পুলিশ কর্মকর্তা কমলেশের  স্ত্রী জানান, গত ৩০ জুন তিনি ও তাঁর সন্তানেরা এক আত্মীয়ের বাড়িতে যান। যখন সোমবার রাতে তাঁরা ফেরেন, তখন দেখতে পান যে বাড়ির তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। ওই চোর কিছু সোনা–রুপার গয়না চুরি করেছেন। কর্মকর্তারা ধারণ করছেন, পরিচিতি কেউই এই চুরির ঘটনা ঘটিয়েছেন। 
এ ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর