হোম > বিশ্ব > ভারত

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চোর 

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এক চোর। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ শহরে এ ঘটনা ঘটেছে বলে গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিন্দ শহরে পুলিশের এসআই কমলেশ কাতারের বাড়ি থেকে টাকা চুরি করেন ওই চোর। চুরির সময় কমলেশ ভারতের ছত্তিশগড়ে দায়িত্বে ছিলেন। আর তাঁর পরিবারের বাকি সদস্যরাও বাড়িতে ছিলেন না।

জানা গেছে, চুরির পর ওই চোর একটি চিঠি রেখা যান। সেখানে লেখা ছিল, দুঃখিত বন্ধু, বাধ্য হয়ে এটি করেছি। যদি আমি এটি না করতাম, তাহলে আমার বন্ধু হয়তো মারা যেত। চিন্তা করবেন না, খুব দ্রুত আমি টাকা ফিরিয়ে দেব। 

পুলিশ কর্মকর্তা কমলেশের  স্ত্রী জানান, গত ৩০ জুন তিনি ও তাঁর সন্তানেরা এক আত্মীয়ের বাড়িতে যান। যখন সোমবার রাতে তাঁরা ফেরেন, তখন দেখতে পান যে বাড়ির তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। ওই চোর কিছু সোনা–রুপার গয়না চুরি করেছেন। কর্মকর্তারা ধারণ করছেন, পরিচিতি কেউই এই চুরির ঘটনা ঘটিয়েছেন। 
এ ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত