হোম > বিশ্ব > ভারত

ভারতে আমলাতান্ত্রিক জটিলতায় ১০০ কোটি ডলারের করোনা অনুদান

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত ঠিক সেই সময়ে করোনা মোকাবিলার জন্য ভারতকে ১০০ কোটি মার্কিন ডলারের সমান ক্রিপ্টোকারেন্সি অনুদান দেন ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা ভিতালিক বুতেরিন। 

চলতি বছরের এপ্রিলে দিল্লির উদ্যোক্তা সন্দীপ নেলওয়াল ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ড প্রতিষ্ঠা করেন। বুতেরিন সেই ফান্ডে এই অনুদান দেন। 

তবে বুতেরিনের অনুদানের ১০০ কোটি ডলারের মধ্যে মাত্র ২ কোটি ডলার এখন পর্যন্ত বিতরণ করতে পেরেছে প্রতিষ্ঠানটি। আমলাতান্ত্রিক জটিলতায় এখনো পুরো অনুদান তোলা অনিশ্চিত। 

সন্দীপ নেলওয়াল বলেন, এখন পর্যন্ত ২০ লাখ ডলার আমরা পেয়েছি। আর ২০ লাখ ডলার বিতরণ প্রক্রিয়াধীন। অনুদান যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয় এবং স্বচ্ছতা ঠিক থাকে সে লক্ষ্যে একটি নামী অডিট প্রতিষ্ঠান নিয়োগ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। 

সন্দীপ নেলওয়াল আরও বলেন, স্থানীয় কিছু নিয়মকানুনের জন্য অনুদানের অর্থ তুলতে সময় লাগছে। ভারতের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির টোকেন থেকে প্রথমে ডলার এর পর রুপিতে রূপান্তর করতে হয়। বিভিন্ন নিয়মকানুনের বেড়াজালে ক্রিপ্টোকারেন্সি থেকে নগদ রুপিতে রূপান্তর করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে এরই মধ্যে ৮০ শতাংশ কাজ হয়ে গেছে বলে জানান তিনি।

ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও অনেকে উপকৃত হয়েছেন। অনুদানের অর্থ দিয়ে হাসপাতালে শয্যা বাড়ানো, খাবার পৌঁছানো, আইসিইউ বৃদ্ধিসহ অনেক কাজ করা হয়েছে।

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক