হোম > বিশ্ব > ভারত

ভারতে আমলাতান্ত্রিক জটিলতায় ১০০ কোটি ডলারের করোনা অনুদান

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত ঠিক সেই সময়ে করোনা মোকাবিলার জন্য ভারতকে ১০০ কোটি মার্কিন ডলারের সমান ক্রিপ্টোকারেন্সি অনুদান দেন ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা ভিতালিক বুতেরিন। 

চলতি বছরের এপ্রিলে দিল্লির উদ্যোক্তা সন্দীপ নেলওয়াল ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ড প্রতিষ্ঠা করেন। বুতেরিন সেই ফান্ডে এই অনুদান দেন। 

তবে বুতেরিনের অনুদানের ১০০ কোটি ডলারের মধ্যে মাত্র ২ কোটি ডলার এখন পর্যন্ত বিতরণ করতে পেরেছে প্রতিষ্ঠানটি। আমলাতান্ত্রিক জটিলতায় এখনো পুরো অনুদান তোলা অনিশ্চিত। 

সন্দীপ নেলওয়াল বলেন, এখন পর্যন্ত ২০ লাখ ডলার আমরা পেয়েছি। আর ২০ লাখ ডলার বিতরণ প্রক্রিয়াধীন। অনুদান যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয় এবং স্বচ্ছতা ঠিক থাকে সে লক্ষ্যে একটি নামী অডিট প্রতিষ্ঠান নিয়োগ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। 

সন্দীপ নেলওয়াল আরও বলেন, স্থানীয় কিছু নিয়মকানুনের জন্য অনুদানের অর্থ তুলতে সময় লাগছে। ভারতের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির টোকেন থেকে প্রথমে ডলার এর পর রুপিতে রূপান্তর করতে হয়। বিভিন্ন নিয়মকানুনের বেড়াজালে ক্রিপ্টোকারেন্সি থেকে নগদ রুপিতে রূপান্তর করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে এরই মধ্যে ৮০ শতাংশ কাজ হয়ে গেছে বলে জানান তিনি।

ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও অনেকে উপকৃত হয়েছেন। অনুদানের অর্থ দিয়ে হাসপাতালে শয্যা বাড়ানো, খাবার পৌঁছানো, আইসিইউ বৃদ্ধিসহ অনেক কাজ করা হয়েছে।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার