হোম > বিশ্ব > ভারত

রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি, তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের

ভারতের নির্বাচনকে সামনে রেখে গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছিল আয়কর কর্মকর্তারা। ২৪ ঘণ্টা পার না হতেই এবার ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি অভিযান পরিচালনা করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সংবাদ সংস্থা পিটিআই সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার সকালে নিজের নির্বাচনী এলাকা ওয়েনাডে যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে জনসভা সহ বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। আগামী ২৬ এপ্রিল ওয়েনাডে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যাত্রাপথে তামিলনাড়ুর নীলগিরিতে রাহুলের হেলিকপ্টারটি অবতরণ করার পরই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তল্লাশি চালান।

হেলিকপ্টারে তল্লাশির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলটির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে বলেছেন, রাহুলের কপ্টারে যদি নির্বাচন কমিশনের কর্মকর্তারা তল্লাশি চালাতে পারেন, তবে প্রধানমন্ত্রী মোদির কপ্টারটিও খুঁটিয়ে দেখা উচিত।

এর আগে গতকাল রোববার পশ্চিমবঙ্গের কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে পরিচালিত ‘আয়কর অভিযান’ ঘিরে শোরগোল পড়ে যায়। বিজেপির বিরুদ্ধে এদিন সরবও হন অভিষেক।

এদিকে, বিতর্কের জল বেশি দূর গড়ানোর আগেই নীলগিরির ঘটনায় ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে নির্বাচন কমিশন বরখাস্ত করেছে বলেও দাবি করেছে একাধিক গণমাধ্যম।

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত