হোম > বিশ্ব > ভারত

গুলাম নবী আজাদের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

কংগ্রেসে থাকতেও গুলাম নবী আজাদ কি কখনো বিজেপি, আরএসএস কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন?—এমন প্রশ্ন তুলে এবার দলত্যাগী এই নেতাকে খোঁচা দিতে শুরু করেছে কংগ্রেস। দলের ঘোষিত কর্মসূচি ‘ভারত জোড়ো’ আন্দোলনের আগে আজাদের দলত্যাগকে কংগ্রেস ‘ম্যাচ ফিক্সিং’ বলেও কটাক্ষ করতে শুরু করেছে। 

দলের সাবেক সভাপতি রাহুল গান্ধীর বলয়ের নেতারা বুঝিয়ে দিতে চাইছেন, আজাদ প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে বহুদিন ধরেই নরম মনোভাব পোষণ করছিলেন। তাই তাঁর দলত্যাগে দলের তেমন ক্ষতি হবে না। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জি-২৩ বলে পরিচিত বিক্ষুব্ধ নেতাদের আলাদা গোষ্ঠীর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, ‘কংগ্রেস একটাই জি আছে। গান্ধীদের জি।’

এদিকে, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের নেতৃত্বে সেখানে কংগ্রেসের ফাটল ধরলেও সেটাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। কারণ জম্মু-কাশ্মীরে কংগ্রেস বহুদিন ধরেই দুর্বল। তাই গুলাম নবী আজাদের মতো নেতার দলত্যাগেও দলের তেমন কোনো ক্ষতি হবে না সেটাই বোঝাতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। এ ক্ষেত্রে মোদী সরকারের প্রতি আজাদের দুর্বলতাকেই হাতিয়ার করছেন তাঁরা।

প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং প্রকাশ্যেই আজাদের বিরুদ্ধে বিজেপি বিরোধিতায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ৭ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ১৫০ দিনের ৩ হাজার ৭৫০ কিলোমিটার ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করতে চলেছে কংগ্রেস। জয়রাম রমেশের দাবি, এই কর্মসূচির জন্য নরেন্দ্র মোদীর রাতের ঘুম চলে গিয়েছে। মোদীকে এ জন্য ‘ওভারটাইম’ করতে হচ্ছে বলেও দাবি জয়রাম রমেশের। দলে থেকেও কেউ কেউ রাজনীতির খেলায় ‘ম্যাচ ফিক্সিংয়ে’ জড়িত ছিলেন বলেও জয়রাম রমেশ গুলাম নবী আজাদের প্রতি কটাক্ষ করেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে