হোম > বিশ্ব > ভারত

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ভারতের 

কলকাতা প্রতিনিধি

দলমত-নির্বিশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার আপামর ভারতবাসীর। ভয়াল ২৬/১১-এর মুম্বাই জঙ্গি হামলার ১৪তম বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ সবাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এদিন জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিকেরা তাঁদের মত প্রকাশ করেছেন। সেই সঙ্গে জঙ্গিবাদকে মদদ দেওয়ায় পাকিস্তান ও চীনকে গালিও দিচ্ছেন তারা। ২৬/১১-এর মুম্বাই হামলায় ১৮ জন নিরাপত্তারক্ষীসহ ১৬৬ জন প্রাণ হারান এবং আহত হন তিন শতাধিক। হতাহতদের মধ্যে বিদেশিও ছিলেন অনেক।

২০০৮ সালের ২৬ নভেম্বরের জঙ্গি হামলার জন্য ভারত প্রথম থেকেই পাকিস্তানকে দায়ী করছে। ভারতীয় গোয়েন্দাদের মতে, পাকিস্তানের মাটিতে বসেই লস্কর-ই-তাইয়্যেবার জঙ্গিরা মুম্বাই হামলার ষড়যন্ত্র করে এবং তা বাস্তবায়ন করে। মূল ষড়যন্ত্রকারীরা আজও বহাল তবিয়তেই রয়েছে পাকিস্তানে। হামলার মূল চক্রান্তকারী হিসেবে হাফিজ সাঈদ ও সাজিদ মীরের কঠোর শাস্তি চেয়েছে ভারত। পাকিস্তান তাঁদের জামাই আদরে রেখেছে বলে অভিযোগ।

আজ ভারতের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেন, ‘মানবতার শত্রুরা ভারতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে।’ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে বলেছেন, ‘যারা এই হামলার পরিকল্পনা করেছিল এবং তদারক করেছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ বিজেপি নেতাদের বাইরেও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও টুইট করে বলেছেন, ‘ভারত সব সময় হিংসার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিল এবং থাকবেও।’

উল্লেখ্য, ১০ জন অস্ত্রধারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করে টানা তিন দিন ধরে নাশকতা চালায়। ভারতীয় নিরাপত্তারক্ষীরা অবশ্য পরে তাদের ঘায়েল করতে সক্ষম হয়। জীবিত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন পাকিস্তানি নাগরিক আজমল কাসাভ। পরে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাঁর ফাঁসি হয়। 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ