হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজ্যসভায় উদ্বেগ

বৃহস্পতিবার রাজ্যসভায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর আজ রাজ্যসভায় এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

সিং আরও বলেন, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশন নিয়মিত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংখ্যালঘুদের বিষয়ে যোগাযোগ রাখছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশের সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মোতায়েন করে।

তিনি আরও বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ভারত।’

প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আগস্টের আন্দোলনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সম্পর্ক জটিল হয়ে ওঠে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে।

ভারত আশা করে, বাংলাদেশের সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তবে এই ঘটনাগুলোর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কীভাবে প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪