হোম > বিশ্ব > ভারত

আবারও বিজেপির ঘরে ‘পল্টু কুমার’ নিতীশ, নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী  

নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। তবে এবার ফের বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন তিনি। গতকাল রোববার তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর আগে, নিতীশ কুমার লালু প্রাসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন। নিতীশই বিহারের সবচেয়ে বেশি বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনের পর নিতীশ কুমার প্রথমে বিজেপির সহায়তায় সরকার গঠন করেছিলেন। পরে ২০২২ সালে বিজেপির সঙ্গে জোট ভেঙে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে গাঁট ছড়া বেঁধে সরকার গঠন করেন। এর পর ফের তিনি চলতি বছরে আবারও বিজেপির তরিতে ভিড়ে নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি নিতীশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘বিহারে গঠিত এনডিএ (বিজেপি নেতৃত্বে গঠিত জোট) সরকার রাজ্যের উন্নয়নে ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনো প্রচেষ্টাই বাদ রাখবে না। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আমি নিতীশ কুমারকে এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সম্রাট চৌধুরী ও বিজয় সিনহাকে অভিনন্দন জানাই। 

এবার নিয়ে নিতীশ কুমার পঞ্চম দফা জোট বদল করলেন। ২০১৩ সালের পর থেকে তিনি একবার বিজেপি, একবার মহাগাঠবন্ধন এবং একবার ইন্ডিয়া জোটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। মজার ব্যাপার হলো, বারবার জোট বদল করলেও আসনের দিক থেকে তুলনামূলক সংখ্যালঘু হয়েই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

তবে বারবার জোট বদলের কারণে বিহারের রাজনীতিতে নিতীশ কুমারের জন্য একটি নেতিবাচক নাম দিয়েছেন স্থানীয়রা। রাজ্যের রাজনীতিতে একসময় ‘সুশাসন বাবু’ বলে পরিচিত এই মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরেই ‘পল্টু কুমার’ নামে পরিচিত হয়ে আসছেন।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’