হোম > বিশ্ব > ভারত

বিজেপির বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ এএপির

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দিল্লির আম আদমি পার্টির (এএপি) সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। স্থানীয় সময় আজ বুধবার এমনই অভিযোগ করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের এএপির পক্ষ থেকে। বিজেপি এএপির এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এদিনই বিহার বিজেপির হাতছাড়া হওয়ার পর আস্থা ভোটের আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ঘনিষ্ঠ এক বিধায়কের বাড়িতে তল্লাশি চালায়। 

আম আদমি পার্টির অভিযোগ, বিজেপি নেতারা ২০ কোটি রুপির বিনিময়ে তাদের বিধায়কদের দলবদলের জন্য চাপ দিচ্ছে। সেই সঙ্গে অন্য বিধায়কদের ভাঙিয়ে আনার জন্য ২৫ কোটি রুপি দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি। 

এর আগে, এএপি শাসিত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দুর্নীতির তদন্তে নেমেছেন। সিসোদিয়া আগেই অভিযোগ করেছিলেন, তাঁদের সরকার ভাঙার জন্যই ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোকে। তাঁর দাবি, বিজেপির তরফে তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছে—দলবদল করলেই প্রত্যাহার করা হবে সমস্ত তদন্ত প্রক্রিয়া।

এএপির মুখপাত্র তথা জাতীয় সংসদের সদস্য সঞ্জয় সিং আজ বুধবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘টাকার লোভ দেখানো হচ্ছে বিধায়কদের।’ এএপির বিধায়ক সোমনাথ ভারতীও সাংবাদিকদের জানান, তাঁর কাছে সরাসরি এ ধরনের প্রস্তাব এসেছে।

এদিকে, আজ বুধবারই বিহার বিধানসভায় আস্থা ভোটের আগে রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালায় গোয়েন্দারা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা তেজস্বীর মা রাবড়ি দেবী এই তল্লাশি-হয়রানির প্রতিবাদ করে বলেছেন, বিজেপির চোখ রাঙানিকে তাঁরা ভয় পান না।

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি