হোম > বিশ্ব > ভারত

ভারতীয় নৌবাহিনীর বৈঠকে ইস্যু ‘বাংলাদেশ সংকট’

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট সংকট ও দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান তৎপরতা পরিস্থিতি পর্যালোচনা করতে চার দিনের বৈঠকে বসছেন ভারতের নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা।

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ বৈঠকে চীন ও পাকিস্তানের বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানা গেছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআই।

দিল্লির নতুন নৌ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিক হতে যাচ্ছে। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন। কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের শাসনব্যবস্থার পরিবর্তন, চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানের সামরিক সহায়তার বিষয়গুলো বৈঠকের আলোচনায় প্রধান্য পাবে।

এর আগে লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর আহ্বানের কয়েক দিন পরই বৈঠকের ঘোষণা দিল নৌবাহিনী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে। এবারের বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রম পর্যালোচনা করা হবে।

ভারতীয় নৌবাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাঁদের তথ্যাবলি উপস্থাপন করেন।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা