হোম > বিশ্ব > ভারত

পাঞ্জাবে সরকার পতনের ষড়যন্ত্র চালানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে মামলা 

ভারতের পাঞ্জাব রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। আম আদমি পার্টির অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের বিধায়কদের ঘুষ দিয়ে কিনে নেওয়ার মাধ্যমে সরকার পতনের ষড়যন্ত্র করছে। দলটি এই বিষয়ে যথাযথ তদন্তের দাবি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির অভিযোগ—বিজেপি তাদের অন্তত ১০ জন বিধায়ককে ২৫ কোটি রুপির বিনিময়ে দল বদলের প্রস্তাব দিয়েছিল। তবে আম আদমি পার্টির এমন অভিযোগের জবাবে রাজ্য বিজেপি এরই মধ্যে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘একগাদা মিথ্যা’ বলে অভিহিত করেছে।

এই বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান বলেছেন, ‘এর আগে বিজেপির অপারেশন পদ্ম দিল্লিতেও ব্যর্থ হয়েছে।’ ভারতের রাজনীতিতে সাধারণত বিজেপি কর্তৃক টাকার বিনিময়ে বিরোধী দলীয় নেতা বিশেষ করে বিধায়কদের নিজ দলে ভাগিয়ে নেওয়ার পরিকল্পনাই সাংকেতিকভাবে অপারেশন লোটাস বা পদ্ম নামে পরিচিত।

এর আগে বিজেপি দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) সরকার পতনের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেসময় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া দাবি করেছিলেন, তিনি দল ছাড়লেই সরকারি গোয়েন্দা সংস্থা সিবিআই তাঁর বিরুদ্ধে থাকা মামলা তুলে নেবে। তিনি বলেছিলেন, বিজেপিতে যোগদানের জন্য চাপ দিতেই তাঁর বিরুদ্ধে সিবিআই এবং ইডিকে লাগানো হচ্ছে।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশির পর বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এএপি। সেই সময় মনীশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লিখেছিলেন, ‘বিজেপি থেকে আমি একটি বার্তা পেয়েছি। আমাকে বলা হয়েছে, আম আদমি পার্টি ভেঙে বিজেপিতে যোগ দিন। আপনার বিরুদ্ধে থাকা সিবিআই এবং ইডির তদন্তাধীন মামলাগুলো আমরা বন্ধ করে দেব।’

মনীশ আরও দাবি করেন, সারা দেশ চাইছে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে। আর তাই বিজেপি এখন এএপিকে ভাঙতে মরিয়া বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির