হোম > বিশ্ব > ভারত

‘কংগ্রেস নেতারা চিকেন স্যান্ডুইচ খেতেই বেশি আগ্রহী’

বেশ কয়েক দিন চুপ থাকার পর অবশেষে পদত্যাগ করলেন গুজরাট কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেল। প্যাটেল তাঁর পদত্যাগপত্রে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন। বলেছেন, কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা ‘চিকেন স্যান্ডুইচ’ খেতেই বেশি আগ্রহী। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

 ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি রাহুল গান্ধীই হার্দিক প্যাটেলকে কংগ্রেসের গুজরাট ইউনিটে এনেছিলেন। কিন্তু পদত্যাগের সময় সেই রাহুল গান্ধীর প্রতিই কামান দাগলেন প্যাটেল। প্যাটেল রাহুল গান্ধী এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের প্রতি অভিযোগ এনেছেন যে—তাঁরা মোবাইল ফোন নিয়েই বেশি ব্যস্ত। 

তবে, গুজরাটের কংগ্রেসের নেতাদের দাবি হার্দিক প্যাটেলের পদত্যাগপত্র বিজেপি নির্দেশিত এবং বিজেপিই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছে। 

গুজরাটের জমিদার শ্রেণির এই নেতা গত দুই মাস থেকেই বিজেপির নেতাদের সঙ্গে ওঠবস করছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। এমনকি গত সপ্তাহে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেকের মধ্যেই প্যাটেল বিজেপিতে যোগদান করতে পারেন। তবে, প্যাটেল এই ধরনের খবরকে অস্বীকার করেছেন। তবে, সম্প্রতি দলীয় পুনরুজ্জীবন নিয়ে কাজ করা কংগ্রেসের জন্য এটি বেশ বড় ধরনের ধাক্কা হিসেবে আবির্ভূত হবে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। 

হার্দিক প্যাটেল তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘আমি যখন দলের কেন্দ্রীয় নেতাদের কথা বলছিলাম তখন তাঁরা তাঁদের মোবাইল ফোন নিয়েই ব্যস্ত ছিলেন। তাঁরা গুজরাটের পরিস্থিতি আলোচনা করার চেয়ে অন্য বিষয় নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। বরং কেন্দ্রীয় নেতারা গুজরাটে নেতাদের বাড়িতে ভ্রমণে বেশি আগ্রহী এবং তাঁদের দেওয়া চিকেন স্যান্ডুইচ খেতে বেশি আগ্রহী।’ 

হার্দিক প্যাটেল আরও লিখেন, ‘আমাদের নেতারা ভারতের গুরুত্বপূর্ণ সময়ে যখন দেশে থাকার কথা ছিল তখন তাঁরা দেশের বাইরে ভ্রমণেই বেশি আগ্রহী ছিলেন।’ 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী