হোম > বিশ্ব > ভারত

মধ্যপ্রদেশে শিশুকে কুয়া থেকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন কুয়ায় পড়ে গেছেন। এ ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে এক টুইট বার্তায় এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই  দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, শিশুকে উদ্ধারের জন্য লোকজন এগিয়ে আসে। তখন তাঁদের ওজনে কুয়ার প্রাচীর ভেঙে যায়। এতে তাঁরা ৫০ ফুট গভীর কুয়ার ভেতর পড়ে যান।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ‘এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবাও দেওয়া হবে।’

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি