হোম > বিশ্ব > ভারত

পাবজি খেলতে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে উধাও কিশোর 

পাবজি গেম খেলতে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিল ১৬ বছর বয়সী এক কিশোর। ভারতের মুম্বাইয়ের জগেশ্বরী শহরতলিতে এই ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভারতীয় পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

পুলিশ জানায়, ওই কিশোর অনলাইনের মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয়। ওই কিশোর নিখোঁজ হলে গত বুধবার তার বাবা পুলিশের কাছে অভিযোগ জানায়। পরে পুলিশ ওই কিশোরকে গত বৃহস্পতিবার আন্ধেরির মহাকালীর গুহা থেকে উদ্ধার করে বাবা মায়ের কাছে ফেরত পাঠায়।

পুলিশে জানায়, তদন্তের সময় তারা দেখতে পায় যে ওই কিশোর পাবজি গেমে আসক্ত ছিল। মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে সে ওই অর্থ গেমের পেছনে খরচ করত। ওই কিশোর অনলাইনেই টাকা পয়সার লেনদেন করত। 

ওই কিশোরের বাবা-মা জানায়, অনলাইনে লেনদেনের বিষয়টি জানতে পেরে তাঁরা তাঁদের সন্তানকে বকাঝকা করে। পরে ওই কিশোর বাড়ি থেকে চলে যাওয়ার আগে একটি চিঠি লেখে রেখে যায়। 

পুলিশ জানায়, প্রযুক্তির সাহায্য নিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে। পরে কাউন্সেলিং করিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত