হোম > বিশ্ব > ভারত

ভারতে জাল পাসপোর্টসহ বান্দরবানের বাসিন্দা গ্রেপ্তার

বৌদ্ধ ভিক্ষু সেজে জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ইতালির রোমে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন এক যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। রোমের ফ্লাইট ধরার আগেই মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট চেকিংয়ের সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। ওই যুবকের নাম বিপন অনিল বড়ুয়া। তিনি বাংলাদেশের নাগরিক।

বিমানবন্দর সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার (২৫ মে) ভোরে জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে রোমে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। বান্দরবানের বাসিন্দা ৩২ বছর বয়সী ওই যুবক নিজেকে বৌদ্ধ ভিক্ষু বলে পরিচয় দিয়েছিলেন এবং ভারতীয় পাসপোর্ট নিয়ে মুম্বাই থেকে রোমে যেতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার ভোরে ওমানের মাসকাট হয়ে রোমের ফ্লাইট ধরার কথা ছিল বিপনের। অভিবাসন দপ্তরের কর্মকর্তারা পাসপোর্ট চেক করার সময় তাঁর বিস্তারিত তথ্য সিস্টেমে দিতেই বিপত্তি দেখা দেয়। বিপন অনিল বড়ুয়ার বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারি হয়েছে মুম্বাইয়ের ফরেনারস রেজিস্ট্রেশন অফিস থেকে।

যদিও ধরা পড়ার পরও বিপন জানান, তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং হরিদাসপুর সীমান্ত হয়ে ২০১৫ সালে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বাংলাদেশ থেকে ভারতে যান। ২০১৬ সালে ছত্তিশগড়ের রায়পুরে থাকার সময় তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। ভারতীয় পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, এমনকি যুক্তরাজ্যেও গিয়েছিলেন বলে অভিবাসন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এবার আর রেহাই মেলেনি।
 
এদিকে বিপন অনিল বড়ুয়ার আধার কার্ড এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করেছেন অভিবাসন দপ্তরের কর্মকর্তারা। মুম্বাইয়ের সাহার থানার পুলিশের হাতে তাঁকে হস্তান্তর করা হয়েছে। জাল পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিপনকে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতারণা, জাল নথি দেওয়া এবং পাসপোর্ট আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’