হোম > বিশ্ব > ভারত

ভারতে ৭০ বছর পর জন্ম নিল চিতা শাবক

ভারতে ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এরপর কেটে গেছে সাত দশকের বেশি সময়। অবশেষে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটিতে জন্ম নিল চারটি চিতা শাবক।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভারতে চিতার অস্তিত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছিল অনেক দিন ধরেই। এই লক্ষ্যে গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয়। আবার গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও ১২টি চিতা।

দেশটির কুনো ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী অভয়ারণ্যে গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা একটি মাদী চিতা চারটি শাবকের জন্ম দেয়। ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব অত্যন্ত আনন্দের সঙ্গে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান। তিনি এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘ভারতের মাটিতে আবার চিতাদের ফিরিয়ে আনার জন্য প্রজেক্ট চিতার টিমকে অভিনন্দন জানাই। তাদের নিরলস প্রচেষ্টার জন্য এবং অতীতে করা পরিবেশগত ভুলের সংশোধনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

৭০ বছর পর ভারতের মাটিতে চিতা শাবক জন্মের খবরকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার পোস্টে তিনি একে ‘বিস্ময়কর খবর’ হিসেবে অভিহিত করেন।

চিতা শাবকগুলো পাঁচ দিন আগে জন্মেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা তাদের প্রকাশ্যে আনেন গতকাল বুধবার। পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন, মা চিতা ‘সিয়ায়া’ ও শাবকগুলো সুস্থ আছে।

নামিবিয়া থেকে আনা আটটি চিতার মধ্য একটি মারা যাওয়ার মাত্র দুই দিন পরই নতুন শাবক জন্ম নেওয়ার ঘোষণা আসে। কিডনি জটিলতার কারণে ওই চিতা মারা যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিশ্বের স্থলভাগের দ্রুততম প্রাণী চিতা। ১৯৫২ সালে ভারতে এই প্রাণীকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে বিশ্বের ৭ হাজার চিতার অধিকাংশই আফ্রিকায় পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বতসোয়ানায়। আর এশীয় চিতা বর্তমানে গুরুতরভাবে বিপন্ন। কেবল ইরানে পাওয়া যায় এই চিতা। সেই সংখ্যাও খুব বেশি নয়। ইরানে মাত্র ৫০টি এশীয় চিতা রয়েছে বলে ধারণা করা হয়।

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

কম্বোডিয়ায় বিষ্ণুমূর্তি গুঁড়িয়ে দিল থাই সেনারা, ভারতের তীব্র নিন্দা

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা