হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার তৃণমূলের সাংসদ

প্রতিনিধি, কলকাতা

ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি। আজ সোমবার পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে তিনি আগরতলায় যান। সেখান থেকে সড়ক পথে উদয়পুরে পুজো দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা হয়। এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল।

ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন, তাঁদের দলের কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত নন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নেতা অভিষেক দাবি করেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরায় তৃণমূলের সরকার গড়ে উঠবে। তাই উদ্বিগ্ন হয়ে বিজেপি হামলা চালাচ্ছে।

বিজেপিকে স্বৈরাচারী শক্তি বলে অভিহিত করে অভিষেক জানান, প্রতি মাসে এখন থেকে ৪-৫ বার তিনি ত্রিপুরায় যাবেন। ত্রিপুরাই এখন তৃণমূলের পাখির চোখ। তাই বিজেপিকে হারাতে সকলকে তৃণমূলে যোগদানের ডাক দেন তিনি।

অভিষেকের ত্রিপুরা সফরকালেই কলকাতায় খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের ২৫৬ হাজার ক্লাবকে ৫ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

মমতা ব্যানার্জি জানান, ১৬ আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে। পালিত হবে খেলা দিবস। সেদিন যেসব ক্লাব খেলবে তাঁরা পাবে ১০টা করে বল আর ১৫ হাজার রুপি। গ্রামের ক্লাবগুলোর মধ্যে এক লাখ ফুটবল বিতরণের ঘোষণাও করেন মমতা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটেও স্লোগান ছিল খেলা হবে। সরকার গঠনের পরও খেলা হবের স্লোগান মমতার মুখে। দিল্লিতে মোদি সরকারকে চ্যালেঞ্জ জানাতে তাঁদের হাতিয়ার খেলা হবে।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি