হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার তৃণমূলের সাংসদ

প্রতিনিধি, কলকাতা

ত্রিপুরায় দলীয় প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি। আজ সোমবার পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে তিনি আগরতলায় যান। সেখান থেকে সড়ক পথে উদয়পুরে পুজো দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা হয়। এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল।

ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানিয়েছেন, তাঁদের দলের কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত নন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নেতা অভিষেক দাবি করেন, দেড় বছরের মধ্যে ত্রিপুরায় তৃণমূলের সরকার গড়ে উঠবে। তাই উদ্বিগ্ন হয়ে বিজেপি হামলা চালাচ্ছে।

বিজেপিকে স্বৈরাচারী শক্তি বলে অভিহিত করে অভিষেক জানান, প্রতি মাসে এখন থেকে ৪-৫ বার তিনি ত্রিপুরায় যাবেন। ত্রিপুরাই এখন তৃণমূলের পাখির চোখ। তাই বিজেপিকে হারাতে সকলকে তৃণমূলে যোগদানের ডাক দেন তিনি।

অভিষেকের ত্রিপুরা সফরকালেই কলকাতায় খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের ২৫৬ হাজার ক্লাবকে ৫ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

মমতা ব্যানার্জি জানান, ১৬ আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে। পালিত হবে খেলা দিবস। সেদিন যেসব ক্লাব খেলবে তাঁরা পাবে ১০টা করে বল আর ১৫ হাজার রুপি। গ্রামের ক্লাবগুলোর মধ্যে এক লাখ ফুটবল বিতরণের ঘোষণাও করেন মমতা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটেও স্লোগান ছিল খেলা হবে। সরকার গঠনের পরও খেলা হবের স্লোগান মমতার মুখে। দিল্লিতে মোদি সরকারকে চ্যালেঞ্জ জানাতে তাঁদের হাতিয়ার খেলা হবে।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ