হোম > বিশ্ব > ভারত

প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের: প্রতিরক্ষা সর্বাধিনায়ক

ভারতের প্রতিরক্ষাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা তাঁর দেশের জন্য উদ্বেগের বিষয়। তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন বাংলাদেশে একধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআই আয়োজিত এক সম্মেলনে অনিল চৌহান এ কথা বলেন। 

অনিল চৌহান বলেন, ‘জম্মু-কাশ্মীরে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ, যেটির হঠাৎ বাড়বাড়ন্ত আমরা পীর পাঞ্জালের দক্ষিণে দেখতে পাচ্ছি এবং চীনের সঙ্গে দীর্ঘায়িত সীমান্ত বিরোধ ভারতের দুটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ। আমাদের প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা আমাদের জাতির জন্য আরেকটি উদ্বেগের কারণ।’ 
 
বৈশ্বিক ভূরাজনীতি বর্তমানে নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমরা বৈশ্বিক অস্থিতিশীলতার এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি। প্রযুক্তিগত, অর্থনৈতিক, পরিবেশগত বা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা—এসব বিষয়ে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি।’ 

অনিল চৌহান বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ আসলে দুটি বড় যুদ্ধের কারণে পরিবর্তিত হয়েছে, যা কেবল তীব্রই নয়, একই সঙ্গে ব্যাপক সময়ের জন্য দীর্ঘায়িত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য অংশেও বিশেষ করে, মিয়ানমার, সুদান, কঙ্গোয় যুদ্ধ চলছে। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও আর্মেনিয়ার যুদ্ধ হয়তো আপাতত মিটে গেছে, কিন্তু শান্তি বা স্থায়ী শান্তি এখনো অধরা।’ 

ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক বলেন, ‘আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অস্তিত্ব সবচেয়ে সহিংস ঝুঁকির মুখে রয়েছে।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি