ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন। আর মারা গেছেন ৩ হাজার ৮৭৬ জন। যা আগের দিনের চেয়ে ১২২ জন বেশি। আজ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে এ পর্যন্ত দুই কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৪৯ হাজার ৯৯২ জন।
এদিকে গতকাল সোমবার করোনাভাইরাসের ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় প্রকৃত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না। ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে।