ভারতের প্রখ্যাত সাংবাদিক রানা আইয়ুবকে লন্ডনে যেতে বাধা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার লন্ডনের ফ্লাইটে ওঠার আগে মুম্বাই বিমানবন্দরে তাঁকে আটকে দেয় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রানা আইয়ুবের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা করা হয়েছে। ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলাটির তদন্ত করছে, তাই তাঁকে দেশের বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোভিড-১৯-এ আক্রান্তদের সহায়তায় অনুদান সংগ্রহ করার সময় রানা আইয়ুব বিদেশি অর্থায়নের নিয়ম লঙ্ঘন করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অবশ্য রানা আইয়ুব এ বিষয়ে এক টুইটে জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে মুম্বাই বিমানবন্দরে লন্ডনে যেতে বাধা দেওয়ার পরই কেবল তাঁর কাছে ফ্লাইট বাতিলের ওয়ারেন্ট পৌঁছায়।
রানা আইয়ুব ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টের এক অনুষ্ঠানে তাঁর বক্তৃতা দেওয়ার কথা উল্লেখ করে নিজের টুইটে লেখেন, ‘আজ আমাকে মুম্বাই ইমিগ্রেশনে ভারতীয় গণতন্ত্রের ওপর একটি বক্তৃতা দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্টের এক অনুষ্ঠানে যোগদান থেকে বিরত রাখতেই আটকানো হয়েছিল। আমি এই বক্তৃতাটির কথা কয়েক সপ্তাহ ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে করেছিলাম, তবু ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট) “খুব কৌতূহলবশত” আমাকে আটকে দিয়েছে।’