হোম > বিশ্ব > ভারত

প্রবল বর্ষণে মুম্বাইয়ে ভবনধস, নিহত ১৫

প্রবল বর্ষণে ভারতের মুম্বাইয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ও আজ রোববার সকালের টানা বৃষ্টিতে ভবনধসের ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় শনিবার গভীর রাতে দুটি ভবন ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চেম্বুরের ভরত নগরের ধসে পড়া ভবন থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর বিক্রোলি এলাকার ধসে পড়া ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে নয়জনকে। তাঁদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১১ জনের মরদেহ পাওয়া গেছে। আর বিক্রোলিতে পাওয়া গেছে ৪ জনের মৃতদেহ। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি এলাকা পানিতে তলিয়ে গেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টি আরও পাঁচ দিন থাকবে।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, যাঁরা জীবন হারিয়েছেন, তাঁদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

শনিবার রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে মুম্বাই। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দাদার, পারেল, মাতুঙ্গা, কুরলা, সিওন, ভান্দুপ এবং অন্যান্য কিছু জায়গায় পানি জমে রেললাইন তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’