হোম > বিশ্ব > ভারত

প্রবল বর্ষণে মুম্বাইয়ে ভবনধস, নিহত ১৫

প্রবল বর্ষণে ভারতের মুম্বাইয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ও আজ রোববার সকালের টানা বৃষ্টিতে ভবনধসের ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে আছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় শনিবার গভীর রাতে দুটি ভবন ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চেম্বুরের ভরত নগরের ধসে পড়া ভবন থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর বিক্রোলি এলাকার ধসে পড়া ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে নয়জনকে। তাঁদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১১ জনের মরদেহ পাওয়া গেছে। আর বিক্রোলিতে পাওয়া গেছে ৪ জনের মৃতদেহ। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি এলাকা পানিতে তলিয়ে গেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টি আরও পাঁচ দিন থাকবে।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, যাঁরা জীবন হারিয়েছেন, তাঁদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

শনিবার রাত আটটা থেকে দুইটা পর্যন্ত ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে মুম্বাই। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দাদার, পারেল, মাতুঙ্গা, কুরলা, সিওন, ভান্দুপ এবং অন্যান্য কিছু জায়গায় পানি জমে রেললাইন তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রয়েছে।

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র