হোম > বিশ্ব > ভারত

পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই: এইমস

দুর্নীতির দায়ে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)। আজ সোমবার তারা এ কথা জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে সরকারের আওতাধীন স্কুলগুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

এইমসের এর নির্বাহী পরিচালক আশুতোষ বিশ্বাস সাংবাদিকদের জানান, কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বুকে ব্যথা নেই। তবে ওষুধ চালিয়ে যেতে হলেও তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তাঁর কিছু দীর্ঘস্থায়ী রোগ রয়েছে।

কলকাতা হাইকোর্ট গতকাল রোববার ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য সেবার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রতিবেশী রাজ্যে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগে ইডি তাঁর স্বাস্থ্য সমস্যার কথা আদালতকে জানিয়ে তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিলেন।

এর আগে গত শনিবার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ও অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া এই অর্থের বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি ইডির।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত