হোম > বিশ্ব > ভারত

পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই: এইমস

দুর্নীতির দায়ে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)। আজ সোমবার তারা এ কথা জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে সরকারের আওতাধীন স্কুলগুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

এইমসের এর নির্বাহী পরিচালক আশুতোষ বিশ্বাস সাংবাদিকদের জানান, কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বুকে ব্যথা নেই। তবে ওষুধ চালিয়ে যেতে হলেও তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তাঁর কিছু দীর্ঘস্থায়ী রোগ রয়েছে।

কলকাতা হাইকোর্ট গতকাল রোববার ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য সেবার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রতিবেশী রাজ্যে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগে ইডি তাঁর স্বাস্থ্য সমস্যার কথা আদালতকে জানিয়ে তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিলেন।

এর আগে গত শনিবার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ও অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া এই অর্থের বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি ইডির।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা