হোম > বিশ্ব > ভারত

গুগল ম্যাপ ধরে সেতু পার হতে গিয়ে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

সংযোগ সড়কবিহীন সেই সেতু ও দুর্ঘটনা কবলিত সেই গাড়ি। ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে সংযোগ সড়কহীন সেতু থেকে গাড়ি পড়ে তিনজন নিহত হয়েছেন। সেই ঘটনার পর গতকাল মঙ্গলবার গুগল জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এ দুর্ঘটনার তদন্তে তারা সহযোগিতা করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত রোববার ভোরে উত্তর প্রদেশের রামগঙ্গা নদীর ওপর ওই সেতু থেকে একটি গাড়ি নিচে পড়ে যায়। গাড়িতে থাকা তিন ব্যক্তি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িচালক গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে ওই সড়ক বেছে নেন। কিন্তু শেষ পর্যন্ত সড়কটি একটি অসমাপ্ত সেতুতে গিয়ে শেষ হয়।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, রাতে অন্ধকার থাকায় গাড়িচালক সামনে সংযোগ সড়ক আছে কি না, তা বুঝতে পারেননি। একপর্যায়ে গাড়িটি সেতু থেকে পড়ে যায়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ গুগল ম্যাপের এক কর্মকর্তাসহ স্থানীয় গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক ই-মেইল বিবৃতিতে বার্তা সংস্থা এএফপিকে গুগলের এক মুখপাত্র বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং তদন্তে সহায়তা করছি।’

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিজটির একটি অংশ গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। উল্লেখ্য, ঠিক এক বছর আগে কেরালার পেরিয়ার নদীতে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে গাড়ি খাদে পড়ে গেলে দুই চিকিৎসকের মৃত্যু হয়।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ