হোম > বিশ্ব > ভারত

করোনার টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি প্যারালাইজড রোগীর

করোনাভাইরাসের টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি করেছেন একজন প্যারালাইজড রোগী। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুস্থ হওয়া ওই ব্যক্তির নাম দুলারচাঁদ মুণ্ডা। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের সালগাইধ গ্রামের বাসিন্দা। 

দুলারচাঁদ মুণ্ডার আত্মীয়রা জানান, চার বছর আগে একটি দুর্ঘটনায় দুলারচাঁদ প্যারালাইজড হন। এরপর থেকে হাঁটাচলা ও কথা বলতে পারতেন না তিনি।

দুলারচাঁদ মুণ্ডা জানান, গত ৪ জানুয়ারি কোভিশিল্ডের করোনার টিকা নিয়েছেন তিনি। এর পরদিন থেকেই তিনি হাঁটাচলা ও কথা বলতে পারছেন।

সুস্থ হওয়ার বিষয়ে দুলারচাঁদ গতকাল শুক্রবার এনডিটিভিকে বলেন, ‘টিকা নিতে পেরে আনন্দিত। ৪ জানুয়ারি টিকা নেওয়ার পর আমি আমার পা নাড়াতে পারছি। 

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি একটি গবেষণার বিষয়।

ঝাড়খণ্ডের বোকারো জেলার ডা. জিতেন্দ্র কুমার এ ঘটনায় বিস্মিত হয়েছেন। এ ঘটনা বিশ্লেষণের জন্য একটি মেডিকেল টিম গঠনের দাবি জানিয়েছেন তিনি।

ডা. জিতেন্দ্র কুমার বলেন, এটা দেখে অবাক। তবে এটি বিজ্ঞানীদের দ্বারা নিশ্চিত করা দরকার।

ঝাড়খণ্ডের পেটারওয়ার হেলথ সেন্টারের কর্মকর্তা আলবেল কেরকেতা বলেন, দুলারচাঁদ মুণ্ডার অসুস্থতা এবং তাঁর সুস্থতা নিয়ে বিজ্ঞানীরা যখন গবেষণা করবেন, তখন সঠিক তথ্য ও উত্তর পাওয়া যাবে।

সালগাইধ গ্রামের শিক্ষক রাজু মুণ্ডা বলেন, অবাক করার মতো ঘটনা এটি। প্যারালাইজড হওয়ার পর দুলারচাঁদ প্রায় চার লাখ রুপি ব্যয় করে চিকিৎসা করিয়েছিলেন সেরে ওঠার জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। একটি ভ্যাকসিন কীভাবে তাঁকে সারিয়ে তুলল?

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে