হোম > বিশ্ব > ভারত

করোনার টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি প্যারালাইজড রোগীর

করোনাভাইরাসের টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি করেছেন একজন প্যারালাইজড রোগী। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুস্থ হওয়া ওই ব্যক্তির নাম দুলারচাঁদ মুণ্ডা। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের সালগাইধ গ্রামের বাসিন্দা। 

দুলারচাঁদ মুণ্ডার আত্মীয়রা জানান, চার বছর আগে একটি দুর্ঘটনায় দুলারচাঁদ প্যারালাইজড হন। এরপর থেকে হাঁটাচলা ও কথা বলতে পারতেন না তিনি।

দুলারচাঁদ মুণ্ডা জানান, গত ৪ জানুয়ারি কোভিশিল্ডের করোনার টিকা নিয়েছেন তিনি। এর পরদিন থেকেই তিনি হাঁটাচলা ও কথা বলতে পারছেন।

সুস্থ হওয়ার বিষয়ে দুলারচাঁদ গতকাল শুক্রবার এনডিটিভিকে বলেন, ‘টিকা নিতে পেরে আনন্দিত। ৪ জানুয়ারি টিকা নেওয়ার পর আমি আমার পা নাড়াতে পারছি। 

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি একটি গবেষণার বিষয়।

ঝাড়খণ্ডের বোকারো জেলার ডা. জিতেন্দ্র কুমার এ ঘটনায় বিস্মিত হয়েছেন। এ ঘটনা বিশ্লেষণের জন্য একটি মেডিকেল টিম গঠনের দাবি জানিয়েছেন তিনি।

ডা. জিতেন্দ্র কুমার বলেন, এটা দেখে অবাক। তবে এটি বিজ্ঞানীদের দ্বারা নিশ্চিত করা দরকার।

ঝাড়খণ্ডের পেটারওয়ার হেলথ সেন্টারের কর্মকর্তা আলবেল কেরকেতা বলেন, দুলারচাঁদ মুণ্ডার অসুস্থতা এবং তাঁর সুস্থতা নিয়ে বিজ্ঞানীরা যখন গবেষণা করবেন, তখন সঠিক তথ্য ও উত্তর পাওয়া যাবে।

সালগাইধ গ্রামের শিক্ষক রাজু মুণ্ডা বলেন, অবাক করার মতো ঘটনা এটি। প্যারালাইজড হওয়ার পর দুলারচাঁদ প্রায় চার লাখ রুপি ব্যয় করে চিকিৎসা করিয়েছিলেন সেরে ওঠার জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। একটি ভ্যাকসিন কীভাবে তাঁকে সারিয়ে তুলল?

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই