হোম > বিশ্ব > ভারত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের প্রভাবশালী কংগ্রেস নেতা শশী থারুর। ফাইল ছবি

ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন। এ বৈঠকের পর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে এবং সেটি শিগগিরই সংসদে পেশ করা হবে।

শশী থারুর সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা বাংলাদেশ নিয়ে তিন-চারটি বৈঠক করেছি। এটিই ছিল শেষ বৈঠক, যেখানে পররাষ্ট্রসচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে সদস্যদের জিজ্ঞেস করা সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্রসচিব সেগুলোর জবাব দিয়েছেন।’ শশী থারুর আরও জানান, এই বৈঠকের পর কমিটির কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা, সেটি অনুমোদন করা এবং সংসদে উপস্থাপন করা।

গতকাল বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের অনুদানের দাবিসংক্রান্ত পূর্ববর্তী প্রতিবেদনের সুপারিশগুলোর ওপর সরকারের গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। থারুর নিশ্চিত করেছেন, বৈঠকটি এ বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্ব ছিল।

এর আগে গত ২৭ জুন কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। সেই বৈঠকের পর থারুর জানিয়েছিলেন, চারজন প্রথম শ্রেণির বিশেষজ্ঞের অন্তর্দৃষ্টি থেকে কমিটি উপকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভারতে ‘অনুপ্রবেশকারী’ বাংলাদেশির সংখ্যা কমেছে।

এদিকে, কংগ্রেস এমপি শশী থারুর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, ১১ আগস্ট এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সম্প্রতি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন, ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। তিনি রাশিয়ার সঙ্গে ভারতের তেল-বাণিজ্য নিয়েও বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আরও খবর পড়ুন:

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত