হোম > বিশ্ব > ভারত

ভারতে চালু হচ্ছে ই-রুপি

কলকাতা প্রতিনিধি

ভারতে শিগগিরই চালু হতে যাচ্ছে দেশটির মুদ্রার ইলেকট্রনিক ভার্সন ই-রুপি। তবে প্রথমে ই–রুপিকে আনা হবে পাইলট প্রকল্প হিসেবে। প্রকল্প সফল হলে সারা দেশেই পুরোদমে চালু হবে এই ডিজিটাল মুদ্রা। পাইকারি ও খুচরা উভয় ধরনের ডিজিটাল কারেন্সিই থাকবে।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুযায়ী, ই-রুপি খুচরা বাজারে সকলেই ব্যবহার করতে পারবেন। তবে পাইকারি ব্যবহারের অধিকার থাকবে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের। জানা গেছে, ক্রিপ্টো কারেন্সির সঙ্গে স্পষ্ট মৌলিক পার্থক্য থাকবে ই-রুপির। ক্রিপ্টোর মূল চরিত্র সম্পদ। আর ভারতীয় ই-মুদ্রা পুরোপুরি রুপির বিকল্প।

রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুসারে, প্রচলিত সাধারণ মুদ্রাও থাকবে বাজারে। সাধারণ মুদ্রার পাশাপাশি ডিজিটাল লেনদেন সহজতর করতেই আনা হচ্ছে এই ই-রুপি। উল্লেখ্য, গত বাজেট ভাষণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশটিতে ই-রুপি প্রচলনের কথা ঘোষণা করেছিলেন। এবার তাঁর সেই ঘোষণাই বাস্তবায়িত হতে চলেছে।

এদিকে, মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির দাম কমেই চলেছে। শনিবার ১ ডলারের দাম ছিল ভারতীয় রুপিতে ৮২ রুপি ৩৩ পয়সা। কেবল মুদ্রার অবমূল্যায়ন নয় দেশটির প্রবৃদ্ধির হারও কমছে। তাই দেশের অর্থনীতির প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। তবে ভারতের ডিজিটালাইজেশনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। শুক্রবার তিনি বলেছেন, ভারত সারা দুনিয়ায় ডিজিটালাইজেশনের অন্যতম অগ্রণী ভূমিকায় পালন করে চলেছে।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর